শর্ত পূরণ না করলে ১৫ দিন পর নতুন দলের আবেদন বাতিল
 প্রকাশিত: 
                                                ২২ জুলাই ২০২৫ ১৯:১৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১১:১১
                                                
                                        শর্ত পূরণ করতে না পারলে ১৫ দিন পরে নতুন দলগুলোর নিবন্ধন আবেদন বাতিল করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদন বাছাইয়ে কোনো দলই উত্তীর্ণ হতে পারেনি। এজন্য দলগুলোকে ১৫ দিন সময় দিয়েছে ইসি।
মঙ্গলবার (২২ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় আমরা ১৫ দিন শর্ত পূরণের জন্য সময় দিয়েছি। এরপর আর সময় দেওয়ার বিধান নেই। কোনো দল এই সময়ের মধ্যে শর্তপূরণ করতে না পারলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
২০ এপ্রিল পর্যন্ত দল নিবন্ধনের আবেদন চেয়ে প্রথমে বিজ্ঞপ্তি দেয় ইসি। কিন্তু সময় চেয়ে দলগুলো আবেদন করলে ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ের মধ্যে ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে। এতে জাতীয় নাগরিক পার্টিসহ সবগুলো দলই শর্ত পূরণে ব্যর্থ হয়। সম্প্রতি সব দলকেই আরও ১৫ দিন সময় দেওয়া হয়।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: