উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
প্রকাশিত:
২১ জুলাই ২০২৫ ১৪:২৪
আপডেট:
২১ জুলাই ২০২৫ ২১:৩১

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের এডিসি এস এম জাহাঙ্গীর হাসান। তিনি ঢাকার মেইলকে বলেন, একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে কেউ আহত বা নিহত আছে কিনা আমরা এখনো জানতে পারিনি, ঘটনাস্থলে যাচ্ছি।
খোঁজ নিয়ে জানা গেছে, ১টার দিকে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় শিক্ষার্থীদের দিগ্বিদিক্ ছোটাছুটি করতে দেখা গেছে। তথ্য বলতে, বিমান বাহিনীর এফ৭বিজেআই প্রশিক্ষণ বিমানটি ১টা ৬ মিনিটে আকাশে উড্ডয়ন করে। উডার কয়েক মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: