বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে কানাডাকে অনুরোধ
 প্রকাশিত: 
                                                ১৪ জুলাই ২০২৫ ১৩:৫৯
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৭:১৬
                                                
                                        বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকা সফররত কানাডার ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন ইপিকে অনুরোধ করেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
গতকাল রোববার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন সহকারী উপমন্ত্রী। এ সময় ভিসা প্রক্রিয়া সহজ করতে এ অনুরোধ করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপমন্ত্রী ওয়েলডনের প্রথম ঢাকা সফর বাংলাদেশের সঙ্গে কানাডার ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং মানুষের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।
কানাডিয়ান মন্ত্রী জনগণের সঙ্গে জনগণের সংযোগ এবং কানাডায় বাংলাদেশি প্রবাসীদের প্রাণবন্ত ভূমিকা এবং এটি কীভাবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি প্রধান উপাদান হিসেবে কাজ করে তা তুলে ধরেন। তারই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রসচিব শিক্ষা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের সুবিধার্থে শিক্ষার্থী ভিসা আবেদন প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ করেন।
উভয়পক্ষ বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি (এফআইপিএ) নিয়ে চলমান প্রযুক্তিগত আলোচনা এবং অদূর ভবিষ্যতে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে সংলাপ শুরু করার সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। কানাডিয়ান মন্ত্রী উল্লেখ করেন যে, কানাডিয়ান বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধিতে এফআইপিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কানাডিয়ান মন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের উদার মানবিক সহায়তার প্রশংসা করেন এবং আশ্বাস দেন যে, কানাডা এই ক্ষেত্রে তার সমর্থন অব্যাহত রাখবে। উভয়পক্ষ পারস্পরিক সমৃদ্ধির জন্য ইন্দো-প্যাসিফিক সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারিত করার উপর জোর দেন।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: