৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত পাচ্ছেন হাজীরা
 প্রকাশিত: 
                                                ১৩ জুলাই ২০২৫ ১৭:৪১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২১:৪৮
                                                
                                        চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নেওয়া হাজীদের মধ্যে বাড়ি ভাড়া খরচ কম হওয়ায় বেঁচে যাওয়া অর্থ ফেরত পাচ্ছেন প্রায় ৫ হাজার হাজী।
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৫ হাজার হাজীর মধ্যে ৪ হাজার ৯৭৮ জনকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে।
তিনি বলেন, আমরা কাজ করে যাচ্ছি এবং হজ কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমেরও সহযোগিতা পাচ্ছি। গত বছরের মতো এবারও আমরা হজ ব্যবস্থাপনায় সফল হয়েছি। আশা করছি, ভবিষ্যতেও একই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ২০২৬ সালের হজ ব্যয় আরও কমিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশে চলতি বছরের নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের মূল লক্ষ্য হলো হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং তাদের জন্য একটি সম্মানজনক, নিরাপদ ও সহজ হজ অভিজ্ঞতা নিশ্চিত করা। ব্যয় কমানোর পাশাপাশি সেবার গুণগত মান অটুট রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হজ কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে হজ কার্যক্রম চলাকালে সৌদি আরবে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। হজ অফিসের বুলেটিন অনুযায়ী, তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর প্রধান কারণ হিসেবে বার্ধক্যজনিত জটিলতা ও অন্যান্য শারীরিক অসুস্থতাকে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নিয়েছেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে যায় ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট ১০ জুলাই শেষ হয়েছে।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: