শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা


প্রকাশিত:
১০ মে ২০২৫ ১২:৫৮

আপডেট:
১০ মে ২০২৫ ১৬:৪০

ছবি সংগৃহীত

নরসিংদীতে দেশ টিভির সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে সপরিবারে রক্ষা পান আকরাম হোসেন। পরে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আকরাম হোসেন দেশ টিভির নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক আকরাম হোসেন বলেন, শুক্রবার রাত পৌনে ১০টায় পরিবার নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এ সময় অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত ধারালো চাপাতি দিয়ে আমাকে কোপ মারে। আমি সরে গেলে সেই কোপ আমার গাড়ির বাম পাশের দরজায় লেগে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে আমাকে এবং আমার পরিবারকে হত্যার উদ্দেশ্যে পুনরায় কোপ দিতে চাইলে আমি সামনে বাধা হয়ে দাঁড়াই। এ সময় তারা আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এই সময় উপস্থিত লোকজন আমাদেরকে রক্ষার জন্য এগিয়ে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পাশের রেস্টুরেন্টের সিসি টিভির ফুটেজে দেখা গেছে, রাত পৌনে ১০টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি রেখে অবস্থান করছিলেন তারা। এ সময় মুখে কাপড় বাঁধা অবস্থায় আচমকা সশস্ত্র তিন যুবক এসে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তা গাড়িতে লাগে। পরে আবার তারা হামলার চেষ্টা চালায়। এ সময় আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুতই স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব ও নরসিংদী সাংবাদিক ইউনিয়ন। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি, দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top