১৮ কেজির কাতল বিক্রি হলো ২৫ হাজারে
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:০৪
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০৯:৪১

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ। গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে গুরুদেব হলদার নামে এক জেলের জালে ধরা পড়ে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের এই মাছটি।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার সকু মোল্লার আড়তে আনেন ওই জেলে। পরে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪৮০ টাকায় মাছটি কিনে নেন। এসময় মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনগণ। পড়ে মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে নদীতে বেঁধে রাখা হয়।
মো. চান্দু মোল্লা জানান, সকালে সকু মোল্লার আড়ত থেকে ১৪০০ টাকা কেজি দরে মাছটি কিনেছেন তিনি। এখন লাভে বিক্রি করতে মোবাইলে দেশের বিভিন্ন স্থানের বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছেন। দুপুরের মধ্যেই মাছটি বিক্রি হয়ে যাবে বলে তিনি আশা করছেন। পদ্মা নদীর মাছের চাহিদা অনেক বেশি বলেও জানান তিনি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: