শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


প্রাইভেটকারে বিশালদেহী ষাঁড়! পুলিশের বাধায় পণ্ড ভ্রমণ


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৯

আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৯:২৮

 ফাইল ছবি

নিজের প্রিয় ষাঁড়টিকে বাড়িতে রেখে ঘুরতে যাবেন, মনে তা সায় দিচ্ছিল না। যে চিন্তা সেই কাজ বিশালদেহী ষাঁড়টিকে সঙ্গে নিয়েই বের হলেন ভ্রমণে। হেটে নয়, নিজের প্রাইভেটকারের অর্ধেক ছাঁদ কেটে ষাঁড়ের জন্য জায়গা করেছেন।

এরপর রাজপথ দাপিয়ে সামনে চলেন। এতটু পর্যন্ত ঠিকই ছিল, বিপত্তি বাধে, পুলিশের বাধায়। পণ্ড হয়ে যায় অভিনব ভ্রমণ।

সম্প্রতি সামজিক মাধ্যমে এমন কাণ্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের।

জানা গেছে, বিশালাকার পাঁচশো কেজির সাদা-কালো ওয়াটসুই ষাঁড়কে নিজের সাধারণ চারচাকা গাড়িতে তুলে হাইওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি অনেক মানুষ।

সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ছোট একটি গাড়ির ছাদ ও দরজার একাংশ কেটে ষাঁড়টিকে গাড়িতে দাঁড় করানোর ব্যবস্থা করেন ওই মার্কিনি। পশু বহন করার গাড়িতে যেভাবে লোহার ব্যারিকেড থাকে, নিজের গাড়িতেও সেই ব্যবস্থা করেন। পরে বিপজ্জনক এ যাত্রার পথ আটকায় পুলিশ। ষাঁড় নিয়ে ঘরে ফিরে যেতে বাধ্য করা হয় তাকে।

এদিকে ভাইরাল এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়ায়েছেন নেটিজেনরা। অনেকে মজার ছলে মন্তব্যে করেছেন; ‘আজ বুঝি ষাঁড় সঙ্গে নিয়ে অফিস যাওয়ার দিন’। ‘দেখেই বোঝা যাচ্ছিল ষাঁড়টির কষ্ট হচ্ছে।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top