কিং কোবরার মাথায় চুমু দিলেন তিনি
প্রকাশিত:
১৫ আগস্ট ২০২৩ ২০:০৬
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৯:২৯

পৃথিবীতে এমন কিছু ব্যক্তি আছেন যারা সাপকে তেমন একটা ভয় পান। উল্টো সাপকে নিয়ে খেলা করেন, করেন নানা রসিকতা! তেমনি একজন ব্যক্তি মাইক হলস্টন। তিনি বিশ্বের সবচেয়ে বিষধর সাপের মাথায় চুমু দিয়েছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, মাইক প্রায় সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যপ্রাণীর ভিডিও পোস্ট করেন। সম্প্রতি তিনি পৃথিবীর সবেচেয়ে বিষধর সাপ কিং কোবরা মাথায় চুমু দেওয়ার ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যায়, মাইক পেছন দিক থেকে ধীরে ধীরে কিং কোবরার দিকে এগিয়ে আসছেন। এরপর তিনি সাপটির মাথায় সফলভাবে চুমু দেন এবং দ্রুত পেছনে আবার সরে যায়। সেইসময় তিনি ক্যামেরার দিকে হাসি মুখে পোজ দেন।
এই ভিডিও শেয়ার করার মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রতিক্রিয়া পড়েছে ২৫ হাজারের বেশি। মন্তব্য করেছেন শত শত ব্যক্তি। কেউ লিখেছেন, আমায় কেউ লাখ লাখ টাকা দিলেও কখনও এটি করবো না। আরেক ব্যবহারকারী লিখেছেন, মৃত্যুকে চুমু।
কেউ লিখেছেন, এটি উদ্মাদনা, কেন আপনি এটি করলেন?
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: