বৃহঃস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫, ৪ঠা পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


বিশ্বকাপে যত টাকায় দেখা যাবে বাংলাদেশের ম্যাচ, টিকিটমূল্য প্রকাশ


প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৫ ১২:৫২

আপডেট:
১৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৫১

ফাইল ছবি

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে। ‘সি’ গ্রুপে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি তাদের প্রতিপক্ষ নেপাল ও ইতালি। আসরের প্রথম দিনই (৭ ফেব্রুয়ারি) ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ দিয়ে লিটন দাসের দল যাত্রা শুরু করবে। বাংলাদেশের ম্যাচগুলো মাঠে বসে দেখতে কত টাকা লাগবে ইতোমধ্যে সেটি প্রকাশিত হয়েছে।

গ্রুপপর্বে বাংলাদেশ ৪টি ম্যাচ খেলবে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে বেশ আগ্রহ রয়েছে ভক্তদের। গ্রুপপর্বে বাংলাদেশের কোন ম্যাচে টিকিটের মূল্য কত তা জানিয়েছে আইসিসি। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের দাম নির্ধারিত হয়েছে। কলকাতার ইডেন গার্ডেনে নিজেদের প্রথম তিন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়ানখেড়েতে।

৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ রুপি (৪০৫ টাকা)। যার বিনিময়ে আসন বুক করা যাবে ইডেন গার্ডেনের ব্লক সি-১, ডি-১, এফ-১, জি-১, এইচ-১ ও কে-১ এ। এ ছাড়া ডি, জি, এইচ ও জে ব্লকে টিকিটের দাম ৫০০ রুপি (৬৭৫ টাকা)। সি, এফ ও কে ব্লকের টিকিট ১০০০ রুপি (১৩৫১ টাকা) এবং বি ও এল ব্লকের টিকিট ১৫০০ রুপিতে (২০২৭ টাকা) কিনতে হবে। এ ছাড়া প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ৫০০০ রুপি (৬,৭৫৭ টাকা)।

৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইতালির ম্যাচটিও হবে কলকাতায়। ম্যাচটিতে টিকিটের দাম কিছুটা কম ধরা হয়েছে। তুলনামূলক সাশ্রয়ী দামে খেলা দেখার সুযোগ থাকছে আপার ব্লকে, যেখানে বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১ ও এল১ ব্লকের টিকিটের দাম মাত্র ১০০ রুপি (১৩৫ টাকা)। লোয়ার ব্লক সি, ডি, ই, এফ, জি, এইচ, জে ও কেএর টিকিটের দাম রাখা হয়েছে ২০০ রুপি (২৭০ টাকা)। বি ও এল ব্লকের টিকিট কিনতে লাগবে ১০০০ রুপি (১৩৫১ টাকা) করে। এই ম্যাচে বি প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের দাম ৪ হাজার রুপি (৫,৪০৮ টাকা)।

মুম্বাইয়ের ওয়ানখেড়ে ১৭ ফেব্রুয়ারি গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ওই ম্যাচের পূর্ণাঙ্গ টিকিট তালিকা এখনও প্রকাশিত হয়নি, তবে জানা গেছে ম্যাচটিতে সর্বনিম্ন ২৫০ রুপিতে খেলা দেখা যাবে। মূলত এখন পর্যন্ত বিশ্বকাপের যেসব ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে সেসবের পূর্ণাঙ্গ টিকিটমূল্য প্রকাশ করা হয়েছে। যেখানে সুপার এইট ও সেমিফাইনাল ম্যাচগুলোর টিকিটের দাম রাখা হয়েছে সর্বোচ্চ স্তরে। প্রিমিয়াম হসপিটালিটি টিকিটের মূল্য ১০ হাজার রুপি। লোয়ার ব্লক বি ও এলএ বসার জন্য লাগবে ৩ হাজার রুপি। এ ছাড়া এফ ও কে ব্লকের জন্য ২ হাজার ৫০০ রুপি এবং ডি, ই, জি, এইচ ও জে ব্লকের জন্য ১ হাজার ৫০০ রুপি। আপার ব্লকের টিকিট পাওয়া যাবে ৯০০ রুপিতে।

টি-টোয়েন্টির বিশ্বকাপের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে লড়বে পাকিস্তান ও নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত লড়বে যুক্তরাষ্ট্রের সঙ্গে। বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের ৫টি ও শ্রীলঙ্কার ৩টি ভেন্যুতে। ভারতের ভেন্যুগুলো হচ্ছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি ও মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়াম। এ ছাড়া শ্রীলঙ্কায় পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা ও সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মেগা টুর্নামেন্টটির ম্যাচ অনুষ্ঠিত হবে


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top