শনিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৫, ৫ই আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় শিবিরে ধাক্কা


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪০

ছবি : সংগৃহীত

মহাদেশীয় প্রতিযোগিতা কিংবা আইসিসির ইভেন্ট কোথাও–ই সাম্প্রতিককালে ভারতের বিপক্ষে ন্যূনতম লড়াইয়ের মানসিকতা দেখাতে পারছে না পাকিস্তান। চলমান এশিয়া কাপেও সালমান আলি আগার দল চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে একপেশে হার দেখেছে। টুর্নামেন্টের সুপার ফোরে আবারও দেখা হচ্ছে দেশ দুটির। তার আগে ভারতীয় শিবিরে চোটের ধাক্কা লেগেছে। যদিও অক্ষর প্যাটেলের মাথায় আঘাত কতটা গুরুতর সেটি এখনও স্পষ্ট নয়।

গতকাল (শুক্রবার) গ্রুপপর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে আবুধাবিতে লড়েছে ভারত। আইসিসির সহযোগী দেশটির আগেভাগে বিদায় এবং ভারত এক ম্যাচ বাকি থাকতেই সুপার ফোর নিশ্চিত করায় এটি ছিল অনেকটাই নিয়মরক্ষার লড়াই। আগে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদবের দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান তোলে ভারত। লক্ষ্য তাড়ায় ভালোই লড়েছে ওমান, তবে ১৬৭ রানে তাদের দৌড় থামায় ২১ রানে হেরেছে।

ম্যাচটিতে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান ভারতীয় স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। লক্ষ্য তাড়ায় ওমান ১৫তম ওভারে ব্যাট করছিল, ওই সময় দলটির ব্যাটার হাম্মাদ মির্জার উড়িয়ে মারা একটি বল তালুবন্দি করতে যান অক্ষর। তবে শরীরের ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান এবং ক্যাচ ফসকানোর পাশাপাশি মাটির সঙ্গে মাথায় সংঘর্ষ হয়। পরে ভারতীয় দলের ফিজিও এসে মাথা ও ঘাড়ে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর তাকে মাঠের বাইরে নিয়ে যান। পুরো ম্যাচে আর মাঠে নামেননি অক্ষর।

ওমানের বিপক্ষে কেবল একটি ওভার করেছেন বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার। সেই ওভারে ৪ রান খরচ করার পর চোট নিয়ে মাঠ ছাড়ায় তার আর বোলিং করা হয়নি। ম্যাচ শেষে ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলিপ জানান, ‘আমি অক্ষরকে দেখেছি। তাকে ঠিকঠাকই মনে হয়েছে।’ এতে অবশ্য স্পষ্ট নয় ভারতীয় এই তারকার চোটের বিষয়। পাকিস্তানের বিপক্ষে যখন ম্যাচের আর ৪৮ ঘণ্টাও বাকি নেই, তখন তিনি ম্যাচটি খেলতে পারবেন কি না সেই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে ওমান ম্যাচে ১৩ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন অক্ষর। সাম্প্রতিক সময়ে তিনি বল-ব্যাটে বেশ ফর্মেও আছেন। আগামীকাল রাত সাড়ে ৮টায় দুবাইয়ে সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি থেকে অক্ষর প্যাটেল ছিটকে গেলে কিছুটা শক্তি কমবে ভারতের। তাকে নিয়েই দলটি দুবাইয়ের মাটিতে এর আগে তিন স্পিনারের সমন্বয় তৈরি করেছিল। ওমান ম্যাচে বিশ্রামে ছিলেন বরুণ চক্রবর্তী। এ ছাড়া স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব।

অক্ষর না খেললে তৃতীয় স্পিনারের কাজটা সারতে হবে পার্ট টাইমার অভিষেক শর্মাকে দিয়ে। এর বাইরে স্কোয়াডের স্ট্যান্ডবাই লিস্টে আছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং রিয়ান পরাগ। অক্ষর পুরোপুরি ছিটকে গেলেই তাদের কাউকে মূল স্কোয়াডে নেওয়া হতে পারে। এর আগে ভারতের বিপক্ষে গ্রুপপর্বে সেভাবে লড়তে পারেনি পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ থাকলেও নানা বিতর্কের ম্যাচে তারা ১২৭ রান করে। যা ২৫ বল ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ভারত।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top