সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫, ৩১শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


রাফিনহা, লোপেজ ও লেভানডোভস্কির জোড়া গোলে বার্সেলোনার বড় জয়


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫২

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৩

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল বিরতির পর লা লিগা আবার মাঠে ফিরেছে, আর চতুর্থ ম্যাচ ডে-তে ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। দলের হয়ে ফারমিন লোপেজ, রাফিনহা এবং রবার্ট লেভানডোভস্কি দুটি করে গোল করেছেন। এর মধ্যে পাঁচটি গোলই দ্বিতীয়ার্ধে হয়েছে। এই বড় জয়টি ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় ৬ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

লা লিগার এই মৌসুমে এটিই ছিল বার্সেলোনার নিজেদের মাঠে প্রথম খেলা। প্রাথমিকভাবে ম্যাচটি ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, দুই বছর ধরে সংস্কার কাজ চলার কারণে স্টেডিয়ামটি যথাসময়ে প্রস্তুত না হওয়ায় পরিকল্পনা বদলাতে হয়। চোটের কারণে এই ম্যাচে বার্সেলোনা দলের গুরুত্বপূর্ণ সদস্য লামিনে ইয়ামালকে পায়নি।

ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা আধিপত্য বিস্তার করে। দশম মিনিটে তারা প্রথম বড় সুযোগ পায়, যখন ফেরান তোরেস গোলরক্ষককে একা পেয়েছিলেন, কিন্তু তার চিপ শট ক্রসবারের পাশ দিয়ে বেরিয়ে যায়। পঞ্চদশ মিনিটে ভ্যালেন্সিয়া গোলরক্ষক লোপেজের শট ঠেকিয়ে দেন। এরপর ২৯তম মিনিটে লোপেজ দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন। এই সময় সতীর্থের ক্রস থেকে তোরেসের প্রথম ছোঁয়ায় একটি দারুণ পাস আসে। সেই পাস পেয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে লোপেজ গোলরক্ষককে পরাস্ত করেন।

আক্রমণ চালিয়ে গেলেও প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি বার্সেলোনা। প্রথমার্ধে তারা গোলের জন্য মোট ১১টি শট নিয়েছিল, যার মধ্যে তিনটি লক্ষ্যে ছিল। এ সময় ভ্যালেন্সিয়া গোলের দিকে কোনো শটই নিতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই তোরেস একটি সুযোগ নষ্ট করেন। এরপর ৫৩ থেকে ৫৬ মিনিটের মধ্যে বার্সেলোনা আরও দুটি গোল করে নিজেদের জয়ের পথ সহজ করে নেয়। প্রথমে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নামা রাফিনহা ব্যবধান দ্বিগুণ করেন। রাফোর্ডের ক্রস বক্সে পেয়ে কাছ থেকে স্লাইডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর কিছুক্ষণ পর লোপেজ তার দ্বিতীয় গোলটি করেন। মার্ক কাসাদোর পাস ধরে তিনি একটু এগিয়ে ২৫ গজ দূর থেকে বাম পায়ের বুলেট গতির শটে গোলটি করেন।

৬৬তম মিনিটে রাফিনহা তার দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-০ করেন। সতীর্থের ক্রস বক্সে ভ্যালেন্সিয়ার এক ডিফেন্ডারের হাতে লাগার পর তিনি জোরালো হাফ ভলিতে বল জালে জড়ান। এরপরই বার্সেলোনার কোচ রাফোর্ড ও তোরেসকে তুলে দানি ওলমো এবং লেভানডোভস্কিকে মাঠে নামান। এই দুই বদলির নৈপুণ্যে ১০ মিনিট পর বার্সেলোনা পঞ্চম গোলের দেখা পায়। ক্লাবটির হয়ে দেড়শতম ম্যাচ খেলতে নেমে দ্রুতই স্কোরশিটে নাম তোলেন লেভানডোভস্কি।

ওলমোর পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে পোলিশ এই তারকা শট নিলে বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়িয়ে যায়। হ্যাটট্রিকের একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রাফিনহা। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে লেভানডোভস্কি তার দ্বিতীয় গোলটি করেন। মার্ক বের্নালের পাস বক্সে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই ৩৭ বছর বয়সী স্ট্রাইকার।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top