পাঁচে থাকা বার্সেলোনা আজ জিতলে এক লাফে দুইয়ে আসবে
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০০
আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫২

প্রথম ৩ ম্যাচ শেষে বার্সেলোনার অবস্থানটা ভালো নয়। ৩ ম্যাচে ২ জয় ১ ড্র। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৫-এ আছে বর্তমান চ্যাম্পিয়নরা। আজ রাত একটায় মুখোমুখি হচ্ছে ভ্যালেন্সিয়ার। এ ম্যাচে জিতলেই এক লাফে টেবিলের দুইয়ে চলে আসবে তারা।
গতকাল রাতে রিয়াল সোসিয়েদাদকে হারানো রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্ট নিয়ে রয়েছে সবার শীর্ষে। দুই, তিন ও চারে থাকা দলগুলোর পয়েন্ট যথাক্রমে ৯, ৯ ও ৭।
গেল মৌসুমে রাজত্ব করা বার্সা এবার লিগে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সে তুলনায় প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়ে এগিয়ে চলছে কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নরা মায়োর্কা ও লেভান্তের বিপক্ষে দুই জয়ের পর পথ হারিয়েছে রায়ো ভায়োকানোর বিপক্ষে। আন্তর্জাতিক বিরতি শেষে তাই পাহাড় সমান বোঝা কোচ হ্যান্সি ফ্লিকের মাথার ওপর। শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে মৌসুমের শুরুতেই ব্যবধান হয়ে দাঁড়িয়েছে ৫ পয়েন্ট। দলকে ছন্দে ফেরাতে তাই বড় জয় চান ফ্লিক।
আগামী ১৮ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু হবে বার্সেলোনার। প্রতিপক্ষ ইংলিশ ক্লাব নিউক্যাসল। তার আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় চান কোচ। গুরুত্বপূর্ণ ম্যাচে আক্রমণে লামিন ইয়ামালের শূন্যতায় চিন্তায় কোচ। গ্রোইন ইনজুরিতে ছিটকে গেছেন স্প্যানিশ ফরোয়ার্ড। ইয়ামালের ইনুজরিতে সুযোগ মিলবে ফারমিন লোপেজের।
১০ নম্বর জার্সিতে আলো ছড়াতে মুখিয়ে আছেন দানি ওলমো। রবার্ট লেওয়ানডস্কির ফিটনেস নিয়ে সতর্ক বার্সা কোচ। তাই তাকে শুরুর একাদশে রাখবেন কি না, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ফুটবলারদের ইনজুরিতে এ ম্যাচে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছেন ফ্রিক। সম্ভাব্য একাদশে থাকার সম্ভাবনা রয়েছে গার্সিয়া, কুন্দে, এরিক গার্সিয়া, মার্টিন, পেদ্রি, রাফিনিয়া ও তোরেসদের।
প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া ভালো ছন্দে নেই। তিন ম্যাচে তারা জিতেছে মোটে একটি। ১ ড্র ও ১ হারে চার পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে। খেলা হবে ইয়োহান ক্রুইফ অ্যারেনায়। মাত্র ৬ হাজার দর্শক ধারণ ক্ষমতার মাঠে ম্যাচ দেখা নিয়ে মন ভালো নেই কাতালান সমর্থকদের। তবুও দলের জয় দেখেই ঘরে ফিরতে চান তারা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: