এনসিএলে সাব্বির ঝড়, এক ওভারেই হাঁকালেন ৩ ছক্কা
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৯
আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৬

এনসিএলের প্রথম দিনেই জ্বলে উঠলেন সাব্বির রহমান। দেখালেন পাওয়ার হিটিংয়ের ক্ষমতাটা এখনও একটু কমে যায়নি তার। এক ওভারেই হাঁকিয়েছেন তিনটি ছক্কা। তাতে বৃষ্টিবিঘ্নিত এনসিএলের প্রথম দিনে পুরো আলোটাই কেড়ে নিয়েছেন তিনি।
এবারের এনসিএলে রাজশাহীর হয়ে খেলছেন সাব্বির। সেই রাজশাহীর আজ ম্যাচ ছিল ঢাকা মেট্রোর বিপক্ষে। তবে প্রথম দিনেই বৃষ্টির কবলে পড়ে ম্যাচটা। যে কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৫ ওভারে।
ঢাকা মেট্রোর বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে রাজশাহী শুরুতেই বিপদে পড়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এরপর হাবিবুর রহমান সোহান আর সাব্বির হোসেনও বিদায় নেন এক অঙ্কে, ১৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে রাজশাহী।
তিনে নামা সাব্বির শুরুতে একটু খোলসে ছিলেন। শেষ ওভার পর্যন্ত ১২ রান করেছিলেন ১০ বলে। তবে তার বিধ্বংসী রূপের দেখা মিলল শেষ ওভারে।
শহীদুল ইসলামের করা ওই ওভারের দ্বিতীয় বলে হাঁকান প্রথম ছক্কাটা, কাউ কর্নার দিয়ে বল আছড়ে ফেলেন সীমানার বাইরে। এরপর তৃতীয় বলটা অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন বোলার, সেটা এক্সট্রা কভারের ওপর দিয়ে সীমানাছাড়া করেন। ওভারের শেষ বলটা প্যাডে করেছিলেন শহীদুল, সেটা ফ্লিক করে তৃতীয় ও শেষ ছক্কাটা হাঁকান তিনি। ১৫ বল খেলে তার রান দাঁড়ায় ৩৩-এ।
ওপাশে এসএম মেহেরব অপরাজিত ছিলেন ৯ বলে ১৫ রান করে। রাজশাহী ৬০ রান তুলে ইনিংস শেষ করে। তবে এই রান তুলেও জিততে পারেনি সাব্বিরের দল রাজশাহী।
ঢাকা মেট্রোর ওপেনার নাঈম শেখ অবশ্য ওভারপ্রতি ১২ রান তাড়া করতে নেমেও খেলেন ৮ বলে ৭ রানের ইনিংস। তিনি বাদে বাকি সবাই অবশ্য নিদেনপক্ষে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।
ঢাকা মেট্রোকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে মাহফিজুল ইসলাম রবিনের ১২ বলে ৩০ রানের ইনিংস। শেষ ওভারে তাদের দরকার ছিল ১০ রান। নাহিদ রানার সে ওভারে রবিন জয় তুলে নেন, তাকে খেলতে হয় মোটে ৩ বল। তাতেই ৭ উইকেটের জয় তুলে নিয়ে এনসিএল শুরু করে ঢাকা মেট্রো।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: