বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ১৯শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


চিলির ম্যাচে ব্রাজিল দলে বড় চমক আনচেলত্তির


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৪

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৭

ছবি সংগৃহীত

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে বসবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। তিন দেশের ১৬টি ভেন্যুতে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল। ফলে সেলেসাওদের জন্য এই ম্যাচটি এক প্রকার নিয়ম রক্ষার লড়াই। তবে তাদের বাছাইপর্বের পথটা ছিল বেশ নড়বড়ে। দীর্ঘ সময় ধরে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ের বাইরে থাকার ঝুঁকিতে ছিল তারা এবং বর্তমানে আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে।

যদিও দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থানের দলগুলোর মধ্যে মাত্র তিন পয়েন্টের ব্যবধান, যা আর্জেন্টিনার সাথে বাকিদের বিশাল পার্থক্য নির্দেশ করে। ব্রাজিলের মতো দলের জন্য এত কম পয়েন্ট নিয়ে শেষ করাটা হতাশাজনক, বিশেষ করে যখন ইকুয়েডরের মতো দল তিন পয়েন্ট কাটা যাওয়ার পরও তাদের উপরে আছে। ফলে পয়েন্ট বাড়ানো এবং ২০২৬ বিশ্বকাপকে সামনে ফুটবলারদের পরখ করার জন্য ভালো সুযোগ কার্লো আনচেলত্তিদের।

সেই লক্ষ্য আগামী শুক্রবার ভোর সাড়ে ৬টায় মারাকানা স্টেডিয়ামে পাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে প্রশিক্ষণ সেশন শুরু করে দিয়েছে আনচেলত্তিরা শিষ্যরা। এদিকে ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে জানা যায়, ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচের জন্য তার পছন্দের শুরুর একাদশের আভাস দিয়েছেন।

গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গ্রানজা কোমারিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ সেশনে এই লাইনআপ চূড়ান্ত করা হয়, যেখানে আক্রমণ ও রক্ষণ উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। এই ম্যাচে দলের নতুন কৌশল ও তারুণ্যের সমন্বয় নিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন আনচেলত্তি।

জানা যায়, আনচেলত্তির নির্বাচিত লাইনআপে আক্রমণভাগে রয়েছে তরুণ প্রতিভা ও অভিজ্ঞতার এক অপূর্ব মিশ্রণ। উইঙ্গে থাকছেন বার্সেলোনার তারকা রাফিনহা এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, যারা তাদের গতি ও কৌশল দিয়ে প্রতিপক্ষের রক্ষণকে চ্যালেঞ্জ জানাবেন। তাদের সঙ্গে মাঝমাঠে সৃজনশীলতার দায়িত্ব পালন করবেন তরুণ সেনসেশন এস্তেভাও। যিনি সম্প্রতি তার ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আলোচনায় রয়েছেন।

আক্রমণের কেন্দ্রে থাকবেন জোয়াও পেদ্রো, যিনি তার শারীরিক শক্তি ও গোল করার ক্ষমতা দিয়ে দলকে নেতৃত্ব দেবেন। এই চারজনের সমন্বয়ে ব্রাজিলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ হবে বলে প্রত্যাশা করছেন সমর্থকরা। রক্ষণভাগেও বেশ কিছু পরিবর্তন এনেছেন কোচ আনচেলত্তি। গোলবারের নিচে অবিচল থাকবেন দলের অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার। সেন্টার-ব্যাক পজিশনে মার্কিনহোসের সঙ্গে জুটি বাঁধবেন গ্যাব্রিয়েল মাগালিয়েস।

ফুল-ব্যাক পজিশনে দেখা যাবে ওয়েসলি এবং ডগলাস সান্তোসকে। মাঝমাঠে দলের নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারেস। এই দুজনের জুটি ব্রাজিলের মাঝমাঠে শক্তি ও সৃজনশীলতার এক অনন্য সমন্বয় তৈরি করবে।

কোচ কার্লো আনচেলত্তি তার এই লাইনআপের মাধ্যমে তরুণ প্রতিভা ও অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে ভারসাম্য তৈরির চেষ্টা করেছেন। গ্রানজা কোমারির প্রশিক্ষণ সেশনে তিনি দলের কৌশলগত প্রস্তুতির উপর বিশেষ জোর দিয়েছেন। চিলির বিপক্ষে এই ম্যাচটি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই জয় অত্যন্ত জরুরি।

চিলির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন, ওয়েসলি, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইশ, এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনহা এবং মার্তিনেল্লি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top