সিরিজ জয়ের লক্ষ্যে ডাচদের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮
আপডেট:
২ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০৯

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আসন্ন টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। আজ লাল-সবুজের দল মাঠে নামবে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ডাচদের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।
আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেবে বাংলাদেশ। নিজেদের খেলা সর্বশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজই জিতেছে বাংলাদেশ, হারিয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে।
এদিকে বাংলাদেশ আজ মাঠে নামছে একাদশে দুইটি পরিবর্তন নিয়ে। লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলামের বদলে আজ একাদশে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসানকে। একাদশে এক পরিবর্তন এনেছে ডাচরাও। টিম প্রিংগলের বদলে খেলবেন সিকান্দার জুলফিকার।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল তেজা নিডামিনুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), শরিজ আহমাদ, নোহা ক্রোস, কাইল ক্লেইন, সিকান্দার জুলফিকার, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন ও ড্যানিয়েল ডোরাম।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মো. সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: