বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


বাবা কিংবদন্তী, ভাই ক্রিকেটার; একই পথে কেন হাঁটলেন না শচীনকন্যা সারা


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১২:০৩

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১২:০৮

ছবি ‍সংগৃহিত

শচীন টেন্ডুলকারকে দেখে অনুপ্রাণিত হয়ে ‘শচীন’ হওয়ার স্বপ্নে বুঁদ ভারততো বটেই বিশ্বের বহু তরুণ ক্রিকেটার। বাবার পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেটে থিতু হয়েছেন অর্জুন টেন্ডুলকারও। কিন্তু বরাবরই ক্রিকেট থেকে দূরে শচীনকন্যা সারা। কেবল ক্রিকেট নয়, কোনো খেলাধূলাকেই পেশা হিসেবে বেছে নেননি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ জনপ্রিয় সারা টেন্ডুলকার। নিজের কাজের সূত্রেই বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়ায়। জীবনে প্রথমবার অস্ট্রেলিয়া পর্যটনের দূত হয়েছেন তিনি। উল্লেখ্য, এই অস্ট্রেলিয়ার মাটিতেই একাধিক অবিস্মরণীয় ইনিংস রয়েছে শচীনের। অজিভূমে ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সেই অস্ট্রেলিয়ার পর্যটনের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত সারা।

অস্ট্রেলিয়া থেকে গণমাধ্যমকে জানান, “জীবনে প্রথমবার অস্ট্রেলিয়ায় আসি ১৯৯৯ সালে। তারপর চারবছর অন্তর একবার করে আসতাম অস্ট্রেলিয়ায়। ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে অস্ট্রেলিয়া নিয়ে। আসলে আমি আর আমার ভাই এখানে আসতে খুব উৎসাহী থাকতাম। কারণ বাবা ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকত, তাই বাবার সঙ্গে খুব একটা দেখা হতো না। কিন্তু অস্ট্রেলিয়ায় গেলে বাবার সঙ্গে অনেকটা সময় কাটাতে পারতাম।” গোটা ভারতীয় দলের সঙ্গে নৌকায় চেপে সিডনিতে বর্ষবরণের উদযাপন সারার অন্যতম প্রিয় স্মৃতি।

ক্রিকেটের সূত্রে অস্ট্রেলিয়াকে চেনা। কিন্তু নিজে ক্রিকেটার হলেন না কেন? সেই প্রশ্নের জবাবে সারার সাফ বক্তব্য, “আমি খেলাধুলা নিয়ে কোনোদিন ভাবিইনি। ক্রিকেট এবং অন্যান্য খেলায় বরাবর আমার ভাই দক্ষ ছিল। আমি মাঝেসাঝে গলি ক্রিকেট খেলেছি। কিন্তু ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার কথা ভাবিনি কখনও।”

প্রসঙ্গত, বাবা ক্রিকেট কিংবদন্তী হলেও বাইশগজে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। ২০২০ মৌসুমে মুম্বাইয়ের হয়ে তার ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন অর্জুন। বর্তমানে মিডিয়াম পেস বোলার হিসাবেই খেলেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে রয়েছেন। তবে প্রথম একাদশে তাকে নিয়মিত দেখা যায় না।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top