‘কুকুরের মাংস খেয়ে চিল্লাচ্ছ কেন’, আফ্রিদিকে ইরফান পাঠান
প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১৫:৩৩
আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ১৮:৩০

প্রতিপক্ষ খেলোয়াড়দের মাঝে তর্ক ও বাদানুবাদের ঘটনা অনেক সময় সীমা ছাড়িয়ে যায়। তেমনই একটি ঘটনার কথা স্মরণ করলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। পাকিস্তান সফরে গিয়ে তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল শহীদ আফ্রিদির। একপর্যায়ে ইরফান তাকে বলে বসেন, ‘সে (আফ্রিদি) কুকুরের মাংস খায়, সে কারণে লম্বা সময় ধরে এমন আওয়াজ তুলছে।’
সম্প্রতি ‘দ্য ল্যালানটপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই প্রসঙ্গ তোলেন ইরফান। ২০০৬ সালে পাকিস্তান সফরে ছিল ভারত। তারই এক ফাঁকে করাচি থেকে একই বিমানে লাহোরে যাচ্ছিল দুই দলের ক্রিকেটাররা। সেখানেই দুই তারকা ক্রিকেটার ইরফান-আফ্রিদি তর্কে জড়ান। ভারতীয় ক্রিকেটারের দাবি– আফ্রিদি এসে তার মাথায় হাত দিয়ে চুল এলোমেলো করছিলেন। যা দেখে মেজাজ হারান ইরফান।
তিনি বলেন, ‘২০০৬ সালের এক সফরে আমরা করাচি থেকে বিমানে লাহোর যাচ্ছিলাম। উভয় দলই ছিলাম একই ফ্লাইটে। হঠাৎ আফ্রিদি আমার দিকে এগিয়ে এলো, এরপর মাথায় হাত দিলো–চুল এলোমেলো করতে শুরু করে। একপর্যায়ে আমাকে জিজ্ঞেস করে, “কী অবস্থা বাচ্চা?” আমি জবাবে বলি, “তুমি কখন থেকে আমার বাবা বনে গেলে?” তার আচরণ ছিল বাচ্চাসুলভ। সে আমার বন্ধুও নয়। এরপর সে সরে গিয়ে আমাকে বাজে কথা বলতে থাকে এবং কাছাকাছি আরেকটা সিটে গিয়ে বসে।’
ওই সময় পাশে আরেকটি সিটে ছিলেন আরেক পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক। ওই সময় তার সঙ্গে কথোকথন নিয়ে ইরফান বলেন, ‘আবদুল রাজ্জাক তখন আমার অপরপাশের সিটে বসা, আমি তাকে তখন জিজ্ঞেস করি কোন ধরনের মাংস পাওয়া যায় সেখানে। সে আমাকে বলল যে বিভিন্ন ধরনের মাংস আছে। তখন আমি তার কাছে জানতে চাই কুকুরের মাংস পাওয়া যায় কি না। আফ্রিদিও কাছেই ছিল তখন। রাজ্জাক সেটা শুনে শক খেয়ে বলে, “এই ইরফান, তুমি এটা কেন বললে?”’
‘আমি তাকে জবাব দিই, “সে কুকুরের মাংস খেয়েছে, সে কারণে এত লম্বা সময় ধরে তাদের মতো আওয়াজ তুলছে।” এরপর আফ্রিদি রাগে লাল হয়ে যায়। কিন্তু কিছু বলেনি আর। যখনই আবার কিছু বলতে যাচ্ছিল, আমি আবার তার উদ্দেশে বলে উঠি, “দেখো, সে আবারও (কুকুরের মতো) আওয়াজ করছে।” এরপর সে আর পুরো ফ্লাইটে মুখে খোলেনি। ওই ঘটনার পর সে বুঝতে পেরেছে যে, কখনও মৌখিকভাবে আমার বিরুদ্ধে জিতবে না। তাই আর কখনও আমার সঙ্গে তর্কে জড়ায়নি’, আরও যোগ করেন ইরফান।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: