শুক্রবার, ১লা আগস্ট ২০২৫, ১৭ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


মেসিকে পিএসজিতে আনার অজানা গল্প জানালেন ভেরাত্তি


প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫ ১৬:২০

আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৪:৩৪

ছবি ‍সংগৃহিত

অনেকটা বাধ্য হয়েই বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর তিনি যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি)। তাকে ক্লাবে নিয়ে আসার গল্প জানিয়েছেন দলটিতে মেসির সাবেক সতীর্থ মার্কো ভেরাত্তি। তিনি জানিয়েছেন, এক অবিস্মরণীয় ডিনার থেকেই শুরু হয়েছিল লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার গল্প।

পিএসজিতে টানা ১১ মৌসুমে ৪১৬ ম্যাচ খেলা মিডফিল্ডার ভেরাত্তি বর্তমানে কাতারের ক্লাব আল দুহাইলে খেলছেন। ইতালিয়ান দৈনিক ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসিকে ক্লাবে আনার সেই স্মৃতি তুলে ধরেছেন তিনি।

ভেরাত্তি বলেন, ‘আমরা ইবিজায় ছিলাম। নেইমার এসে বলল, আজ রাতে আমরা মেসির সঙ্গে ডিনার করব। টেবিলে আমি, মেসি, নেইমার, পারেদেস আর দি মারিয়া। আড্ডা জমে গিয়েছিল। আমরা মজার ছলেই ওকে (মেসি) প্যারিসে আসার জন্য বোঝাচ্ছিলাম।’

মেসিকে পিএসজিতে আসতে বলেছিলেন ভেরাত্তি।
ভেরাত্তি জানান, সেই রাতের পরদিনই গণমাধ্যমে মেসি ও বার্সেলোনার সম্পর্কের টানাপোড়েনের খবর ছড়িয়ে পড়ে।

এই মিডফিল্ডার এরপর বলেন, ‘কয়েক দিনের মধ্যেই বদলে যায় সবকিছু। একদিন নেইমার ফোন করে বলল, মার্কো, লিও আমাদের কাছে আসছে। এটা ছিল আমার কাছে অবিশ্বাস্য! সেদিনই আমরা একসঙ্গে ডিনার করেছিলাম, আর হঠাৎ আমরা হয়ে গেলাম সতীর্থ। সত্যিই সেটা ছিল এক জাদুকরী রাত।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top