সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১২ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


টেবিল টেনিসে বাংলাদেশ জেল


প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫ ২১:২৮

আপডেট:
২৮ জুলাই ২০২৫ ০০:১৬

ছবি সংগৃহীত

কারা নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশ জেল ক্রীড়াঙ্গনেও অবদান রাখে। অ্যাথলেটিক্স, কাবাডিসহ অনেক ডিসিপ্লিনে অংশগ্রহণ করলেও টিটিতে ছিল না। এবার বাংলাদেশ জেল টিটিতওে ভালো দল গঠন করেছেন। এই দল গঠনের অন্যতম নেপথ্যে কারা মহাপরিদর্শক ও বিকেএসপির সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন।বাংলাদেশ জেল টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য দীর্ঘমেয়াদি দল বানাতে যাচ্ছে।

মোতাহের হোসেন ক্রীড়া অনুরাগী মানুষ। বিকেএসপির মহাপরিচালক থাকাবস্থায় খেলোয়াড়দের ইন্স্যুরেন্স আওতা আনা সহ কয়েকটি ভালো পদক্ষেপ নিয়েছিলেন। পেশাগত দায়িত্ব পালনে বিকেএসপি থেকে বাংলাদেশ জেলে পদায়ন হলেও ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করছেন।

জেল দলকে টিটিতে আনা প্রসঙ্গে বলেন, ‘আমি যখন বিকেএসপিতে ছিলাম, তখন দেখেছি আবারও এরা সাউথ এশিয়ান থেকে এশিয়ানে কোয়ালিফাই করেছে, এই ধারাবাহিকতা দেখে আমাদের মনে হয়েছে এই খেলাটা বাংলাদেশকে আন্তর্জাতিক সাফল্য এনে দিচ্ছে এবং ভবিষ্যতে আরো ভালো কিছু এই টেবিল টেনিস থেকে আশা করা যায়। তাই আমরা টেবিল টেনিসের ভালো কিছু হওয়ার সঙ্গী হতে চাই। আমরা দল গঠনের ক্ষেত্রে জুনিয়রদেরকে প্রাধান্য দিয়েছি যারা বর্তমানে বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং বিগত সাউথ এশিয়ান জুনিয়রে স্বর্ণপদক জয়ী। যাতে তারা বহুদিন বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারেন।’

বাংলাদেশ জেলের পুরুষ দলে থাকছেন সাউথ এশিয়ান জুনিয়র স্বর্ণপদকজয়ী দলের সদস্য, বর্তমান জাতীয় জুনিয়র র‍্যাংকিং নাম্বার এক ও দুই যথাক্রমে নাফিজ ইকবাল ও আবুল হাসান হাসিব তৃতীয় খেলোয়াড় হিসেবে থাকছেন সাউথ এশিয়ান জুনিয়র এ ব্রোঞ্জ জয়ী দলের সদস্য মোঃ সাগর। মেয়েদের দলে রয়েছেন সাউথ এশিয়ান জুনিয়রে ব্রোঞ্জ জয়ী দলের সদস্য আসমা খাতুন লতা ও নবাগত বুলবুলি ও রাফিয়া । কোচ হিসাবে থাকছেন সর্বশেষ সাউথ এশিয়ানে রৌপ্য জয়ী দলের কোচ মোঃ আশিকুর রহমান পলাশ।

জেল দলের এক নম্বর খেলোয়াড় ও বর্তমানে বাংলাদেশ জুনিয়র র‍্যাংকিং নাম্বার ওয়ান নাফিজ ইকবাল বলেন, ‘আজকে আমাদের অনেক ভালো লাগছে যে একটি অফিস দল আমাদের টেবিল টেনিসে আসছে এবং আমি সেই দলে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমাদের বিকেএসপির প্রাক্তন ডিজি ও বর্তমানে কারা মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের স্যারকে এবং আমাদের টেবিল টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট খোন্দকার হাসান মুনির সুমন স্যারকে। ওনাদের অক্লান্ত পরিশ্রমে এই দলটা গঠিত হয়েছে।’

বাংলাদেশ জাতীয় টিটি দলের সাবেক কোচ মোহাম্মদ আলী বলেন, ‘টেবিল টেনিস খেলায় একটি অফিস দল আসা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। কারণ একটা অফিস দল আসার অর্থ কমপক্ষে ছয় থেকে সাতটা প্লেয়ারের আর্থিক স্বচ্ছলতা ও নির্ভাবনায় খেলার অঙ্গীকার।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top