গোল করেই চলেছেন ‘নতুন রাউল’, কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ
প্রকাশিত:
২ জুলাই ২০২৫ ১০:২৯
আপডেট:
৩ জুলাই ২০২৫ ১৪:৪৪

রিয়াল মাদ্রিদ যেন নতুন রাউল গনজালেসের দেখা পেয়েই গেল। দলটির একাডেমি লা ফাব্রিকা থেকে উঠে আসা স্ট্রাইকার গনজালো গার্সিয়া একের পর এক গোল করেই চলেছেন। আজও যেমন করলেন। জুভেন্টাসের বিপক্ষে তার ৫৪তম মিনিটের হেডের একমাত্র গোল রিয়ালকে এনে দিয়েছে ১-০ গোলের জয়। শেষ ষোলোর বৈতরণী তাতে ভর করে পেরিয়ে গেল রিয়াল। চলে গেল কোয়ার্টার ফাইনালে।
জাবি আলোনসোর অধীনে প্রথম ম্যাচে হোঁচট খেলেও রিয়াল ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছে। নতুন কোচের অধীনে কিলিয়ান এমবাপ্পের খেলা হয়নি আগের তিন ম্যাচে। অসুস্থতার কারণে তিনি ছিলেন মাঠের বাইরে। নকআউটের প্রথম ম্যাচে সেই এমবাপ্পেও ফিরলেন। ৬৮ মিনিটে বদলি হিসেবে নামেন তিনি।
প্রথমার্ধে ম্যাচ ছিল হাড্ডাহাড্ডি। জুভেন্টাসের কোচ ইগর তুদোরের দল শুরুতে ভালো খেললেও শেষ দিকে রিয়াল দাপট দেখায়। জুভেন্টাসের র্যান্ডাল কোলো মুয়ানি প্রথমে ভালো সুযোগ পান। গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন তিনি, যা মনে করিয়ে দিচ্ছিল ২০২২ বিশ্বকাপের ফাইনালের শেষ মুহূর্তে তার এমিলিয়ানো মার্তিনেজকে একা পেয়ে যাওয়ার ঘটনাটিকে। সেবার যা হয়েছিল, এবারও তাই হলো। কোলো মুয়ানি গোলের দেখা পাননি আর। তার শট বারের ওপর দিয়ে যায়। এরপর ইয়িলদিজের শট চুয়ামেনির গায়ে লেগে বাইরে চলে যায়।
রিয়াল ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে। জুড বেলিংহাম কাছ থেকে শট নিয়ে জুভ গোলকিপার মিশেল দি গ্রেগরিওকে বাধ্য করেন সেভ করতে। এরপর ফেদে ভালভার্দে, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডরা একের পর এক চেষ্টায় জুভে গোলরক্ষকের পরীক্ষা নিতে থাকেন।
বিরতির পরও রিয়াল দাপট ধরে রাখে। বেলিংহামের পাস থেকে ভালভার্দের শট সামান্য বাইরে যায়। এরপর বেলিংহামের আরেকটি শট দি গ্রেগরিও রক্ষা করেন। ডিন হাউসেনের শটও তিনি ঠেকিয়ে দেন।
শেষমেশ রিয়াল গোল পায় ৫৪ মিনিটে। আলেকজান্ডার-আর্নল্ড ডান দিক থেকে ক্রস করেন এবং গনজালো সেটি হেডে জালে জড়ান। এটি তার টুর্নামেন্টে চার ম্যাচে তৃতীয় গোল।
জুভেন্টাসও রিয়ালকে পরীক্ষার মুখে ফেলেছিল। ফ্রান্সিসকো কনসেইকাও নিচু শটে কোর্তোয়াকে সেভ করতে বাধ্য করেন। এর একটু পরেই মাঠে নামানো হয় এমবাপ্পেকে, যা ৬২,১৪৯ দর্শককে উল্লসিত করে। তবে তিনি ফিরেই গোলের দেখা পাননি। ফলে রিয়ালকে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: