রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


১০০ কোটি ডলারের টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে অবশেষে


প্রকাশিত:
১৪ জুন ২০২৫ ১৩:৩৯

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০৪:০৮

ছবি সংগৃহীত

নতুন আঙ্গিকের এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে থাকছে মোট ১০০ কোটি ডলার প্রাইজমানি, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চ্যাম্পিয়ন দল পাবে ১২ কোটি ৫০ লাখ ডলার। ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল চার কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে প্রায় তিনগুণ বেশি অর্থ পাবে ২০২৫ ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল!

টুর্নামেন্টে অংশ নেওয়া ছয় মহাদেশের ৩২টি ক্লাবকে অংশগ্রহণ ফি হিসাবে শুরুতেই দেওয়া হবে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার। প্রতিটি ক্লাবের ক্রীড়া ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে অর্থের পরিমাণ নির্ধারিত হবে। যেমন রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটির মতো ইউরোপের বড় ক্লাবগুলো অংশগ্রহণ ফি পাবে প্রায় তিন কোটি ৮২ লাখ ডলার করে।

সেখানে ওশেনিয়া অঞ্চলের একমাত্র প্রতিনিধি অকল্যান্ড সিটি পাবে ৩৫ লাখ ৮০ হাজার ডলার। বাকি অর্থ দেওয়া হবে পারফরম্যান্সের ভিত্তিতে। সম্ভাব্য সর্বোচ্চ সাতটি ম্যাচের মধ্যে যারা যত বেশি জিতবে, তারা তত বেশি অর্থ পাবে।

গ্রুপপর্বে প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে ২০ লাখ ডলার। ম্যাচ ড্র হলে এই অর্থ ভাগ করে নেবে দুদল। শেষ ষোলোতে ৭৫ লাখ ডলার ও কোয়ার্টার ফাইনালে জয়ী দল পাবে এক কোটি ৩১ লাখ ডলার। সেমিফাইনালে জয়ী দুই দল পাবে দুই কোটি ১০ লাখ ডলার করে। এছাড়া রানার্সআপ দল পাবে তিন কোটি ডলার। ইউরোপের বড় কোনো ক্লাব চ্যাম্পিয়ন হলে সব মিলিয়ে পাবে ১২ কোটি ৫০ লাখ ডলার।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top