বৃহঃস্পতিবার, ২৯শে মে ২০২৫, ১৫ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


বড় চমক দিয়ে আনচেলত্তির ব্রাজিল দল ঘোষণা, যারা থাকল-যারা বাদ


প্রকাশিত:
২৭ মে ২০২৫ ১০:৩৯

আপডেট:
২৯ মে ২০২৫ ০৮:৩১

ছবি সংগৃহীত

দুই বছর আগেই পরিকল্পনা শুরু করেছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। একমাত্র লক্ষ্য ছিল বিশ্বখ্যাত কোচ কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের দায়িত্বে আনা।

অবশেষে দুই বছরের সেই অধ্যবসায়ের ফল, আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন ব্রাজিল জাতীয় দলের। আর দায়িত্ব নিয়েই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জুন মাসের দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের প্রথম স্কোয়াডে রেখেছেন চমক।

যেখানে দলে থেকে চোটের কারণে বাদ পড়েছেন দলের গুরুত্বপূর্ণ তারকা নেইমার জুনিয়র। অন্যদিকে, দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। এছাড়া দলে সুযোগ পেয়েছেন বেশ কিছু নতুন মুখ, আবার কয়েকজন নিয়মিত মুখকে বিশ্রাম দিয়েছেন সাবেক এই রিয়াল কোচ।

ব্রাজিল ফুটবলের পোস্টারবয় নেইমার চোট কাটিয়ে পুরোপুরি ফিট না হওয়ায় এই দলে রাখা হয়নি। এ প্রসঙ্গে আনচেলত্তি সংবাদ সম্মেলনে জানান, 'নেইমারের সঙ্গে আমার ইতিবাচক আলোচনা হয়েছে। সে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছে এবং সেরে উঠলে অবশ্যই সে দলে ফিরবে।'

রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসকেও রাখা হয়নি এই স্কোয়াডে। আনচেলত্তি জানান, এটি দুজনের সম্মিলিত সিদ্ধান্ত। টানা ক্লাব ফুটবলের ক্লান্তি কাটাতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

এদিকে অনেক দিন জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে ফিরলেন কাসেমিরো। তার অভিজ্ঞতা আনচেলত্তির পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ বলে জানান কোচ। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার অ্যান্টনিও দলে ফিরেছেন।

আনচেলত্তির অধীনে ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে (অ্যাওয়ে) মাঠে নামবে ব্রাজিল। এরপর চারদিন বিরতি দিয়ে ১০ জুন ঘরের মাঠে প্যারাগুয়েরকে আথিতিওয়তা দিবে সেলেসাওর।

বর্তমানে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চতুর্থ স্থানে রয়েছে। এই দুটি ম্যাচে জয় তাদের বিশ্বকাপের মূল পর্বে ওঠার সম্ভাবনাকে উজ্জ্বল করতে পারে।

ব্রাজিলের স্কোয়াড:

গোলরক্ষক- আলিসন, বেন্তো, উগো সুজা

ডিফেন্ডার - আলেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি; বেরালদো , মারকিনিওস; আলেক্সসান্দ্রো, কার্লোস আলগুস্তো, ভ্যান্ডারসন

মিডফিল্ডার- আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারাইস, আন্দ্রেই সান্তোস, কাসেমিরো, এদেরসন, গেরসন।

ফরোয়ার্ড- এস্তেভাও, আন্তনি, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, রিচার্লিসন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top