আমিরাতের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বিশ্ব রেকর্ড গড়লেন শান্ত
প্রকাশিত:
১৮ মে ২০২৫ ১৭:১৪
আপডেট:
১৮ মে ২০২৫ ২২:৫০

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। তবে আমিরাতের ইনিংসের সময় বদলি ফিল্ডার হিসেবে ফিল্ডিং করেছনে সাবেক এই অধিনায়ক। সেই সময় বেশ কয়েকটি ক্যাচও লুফে নিয়েছেন। আর এতেই বিরল এক রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
আমিরাতের বিপক্ষে গতকাল মাঠে নেমে তিনটি ক্যাচ নিয়েছেন শান্ত। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বদলি ফিল্ডার হিসেবে কোনো ইনিংসে সর্বোচ্চ ক্যাচের বিশ্ব রেকর্ড। বদলি হিসেবে মাঠে নেমে আর কেউই এর চেয়ে বেশি ক্যাচ নিতে পারেননি।
অবশ্য শান্তর সমান তিনটি করে ক্যাচ নিয়েছেন আরো চারজন ক্রিকেটার। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে তিনটি ক্যাচ নিয়েছিলেন ভারতের ধ্রুব জুরেল। এ ছাড়া আর্জেন্টিনার ইট্রোবে, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও স্কটল্যান্ডের মিচেল লিসাকও বদলি নেমে সমান সংখ্যক ক্যাচ নিয়েছেন।
এদিন শারজায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। যেখানে পারভেজ ইমন করেছেন ১০০ রান।
তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকালেন ইমন। ঝোড়ো ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন মাত্র ২৮ বলে। এর পরের পঞ্চাশ রান করেছেন ২৫ বলে। সবমিলিয়ে ৫৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এই ওপেনার। যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: