২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজনে ভারত! অনিশ্চয়তা পাকিস্তানকে নিয়ে
প্রকাশিত:
১০ মে ২০২৫ ১২:২৯
আপডেট:
১০ মে ২০২৫ ১৬:৫৭

২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতে আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। বিসিসিআই শিগগিরই আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব আইসিসির সামনে উত্থাপন করবে।
এর আগে ২০২১ ও ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। প্রথমটি হয়েছিল সাউদাম্পটনে এবং পরেরটি ওভালে। এবার বিসিসিআই চাইছে এই মর্যাদাপূর্ণ ফাইনাল হোক ভারতে।
গত মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত আইসিসির চিফ এক্সিকিউটিভস কমিটির বৈঠকে এই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সেখানে ভারতের পক্ষ থেকে অংশ নিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। বর্তমানে আইসিসির চেয়ারম্যান হিসেবে রয়েছেন ভারতীয় ক্রিকেট প্রশাসক জয় শাহ।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারত যদি ফাইনালে উঠতে পারে, তাহলে সেটি দর্শকদের জন্য দারুণ রোমাঞ্চকর একটি আয়োজন হবে। তবে ভারত না খেললেও দুই শীর্ষ দলের মধ্যে এমন একটি ফাইনাল ম্যাচ দেখতে আগ্রহী থাকবে কোটি কোটি ক্রিকেটপ্রেমী।
তবে ভারত ও পাকিস্তান উভয় দল যদি ফাইনালে ওঠে, তাহলে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের কারণে কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে। বিসিসিআই জানিয়েছে, এমন পরিস্থিতি তৈরি হলে তখন উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত চাইছে। কারণ যদি তারা ফাইনাল আয়োজক না হয়, তাহলে তাদের ২০২৭ সালের ক্রিকেট ক্যালেন্ডারে একটি অতিরিক্ত হোম টেস্ট যুক্ত করতে হবে। সেটির প্রস্তুতির জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করা দরকার।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হবে ২০২৫ সালের ১৫ জুন, লর্ডসে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের মাধ্যমে। এরপরই শুরু হবে ২০২৫-২৭ সালের নতুন চক্র। এই নতুন চক্রের প্রথম সিরিজটি হবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ, যেটি শুরু হবে ২০২৫ সালের ২০ জুন থেকে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: