‘আমরা কৃষক লিগ’– আর্সেনালকে হারিয়ে ফুটবল দুনিয়াকে এনরিকের খোঁচা
প্রকাশিত:
৮ মে ২০২৫ ১৩:২১
আপডেট:
৮ মে ২০২৫ ১৭:২৪

পেট্রো ডলারের উত্থানে নিজেদের খুঁজে পেয়েছে বহু দলই। ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি, নিউক্যাসেল ইউনাইটেড কিংবা পুরো সৌদি লিগই মধ্যপ্রাচ্যের প্রাচুর্যের ফলে ফুটবল দুনিয়ায় নিজেদের আলাদা বিচরণক্ষেত্র তৈরি করেছে। তবে সমালোচনার ঝড়ঝাপ্টা সবচেয়ে বেশি সইতে হয়েছে বোধকরি প্যারিস সেইন্ট জার্মেইনকে।
ফ্রান্সের লিগ ওয়ানে নাসের আল খেলাইফির বিনিয়োগের পর থেকে এককভাবে সেখানে রাজত্ব প্যারিসের। ফ্রেঞ্চ লিগে সবশেষ ১৩ আসরের ১১টিতেই শিরোপা জিতেছে তারা। চলতি মৌসুমে নিশ্চিত করেছে টানা চতুর্থ লিগ শিরোপা। স্বাভাবিকভাবেই ফ্রেঞ্চ লিগ নিয়ে তাই আছে নানা আলোচনা।
ফুটবল দুনিয়ার কাছে ফ্রেঞ্চ লিগটা পরিচিতি পেয়ে গিয়েছে ফার্মার্স লিগ বা কৃষক লিগ নামে। যেখানে পিএসজি রীতিমত জমিদারি করেছে অন্যান্য দলের ওপর।
তবে পিএসজি কেবল নিজেদের লিগেই দাপুটে দল না। তর্কসাপেক্ষে বিশ্বের সেরা লিগের তকমা পাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের চার দলকে এবার হারিয়েছে তারা। সেই সুবাদে চলে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। সবশেষ ঘরের মাঠে জিতেছে আর্সেনালের বিপক্ষে। আর এমন জয়ের পর ফুটবল দুনিয়াকে খানিক খোঁচা দিতে ভুল করেননি পিএসজি কোচ লুইস এনরিকে।
আর্সেনালের বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিতের পর টিএনটি স্পোর্টসের ক্যামেরার সামনে সেই কৃষক লিগের প্রসঙ্গটাই টেনে আনলেন এনরিকে। ইংলিশ লিগের দলগুলোকে হারানোর প্রশ্নে এনরিকে বলেন, ‘আমরা কৃষক লিগ, তাই না? আমরা কৃষক লিগ। তবে এটা ভালোই লাগছে। আমরা ফলটা উপভোগ করছি এবং সবাই আমাদের দলের প্রশংসাও করছে। আমাদের মানসিকতা, আমরা যেভাবে খেলেছি—এসব নিয়ে কথা বলছে। আমাদের দলটা তারুণ্যনির্ভর। তবে আমাদের মানসিকতা আর আমরা যেভাবে খেলছি সেটা অসাধারণ।’
এবারের আসরে পিএসজি নকআউটে হারিয়েছে তিন ইংলিশ ক্লাবকে। চলতি আসরেই প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লিভারপুলকে বিদায় করেছে রাউন্ড অব সিক্সটিনে। কোয়ার্টার ফাইনালে তাদের কাছে কপাল পুড়েছে অ্যাস্টন ভিলার। আর সেমিফাইনালে আর্সেনালকে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি।
তবে ফাইনালে ইংলিশ নয়, ইতালিয়ান প্রতিপক্ষকে পাচ্ছেন লুইস এনরিকে। ৩১ মে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির প্রতিপক্ষ ইন্টার মিলান। এছাড়া তার সামনে আছে ক্যারিয়ারে দ্বিতীয়বার ট্রেবল জেতার সুযোগ। সেজন্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পাশাপাশি জিততে হবে ২৪ মে ফ্রেঞ্চ কাপের ফাইনালটাও।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: