মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটেই ফাইনালের স্মৃতি জড়ানো সূচি


প্রকাশিত:
১২ মার্চ ২০২৫ ১১:৩৭

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:২৮

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের রাতটায় বড় খবর হয়ে ছিল লিভারপুল এবং বার্সেলোনা। ঘরের মাঠে ধ্রুপদী এক লড়াই শেষে হেরেছে লিভারপুল। আর বার্সেলোনা জিতেছে লামিনে ইয়ামাল এবং রাফিনিয়ার অসাধারণ নৈপুণ্যে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুলকে হারানো পিএসজি এবং বার্সেলোনা। দুই দলই অপেক্ষায় আছে শেষ আটের প্রতিপক্ষের জন্য।

কিন্তু রাতের অন্য দুই ম্যাচও ছিল। যেখান থেকে নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচের লাইনআপ। আর সেটা ফিরিয়ে আনতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের এক ঐতিহাসিক লড়াইয়ের স্মৃতি। ডাচ ক্লাব ফেইনুর্দকে এই রাতে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। আর লেভারকুসেনকে ২-০ গোলে হারায় জার্মান পাওয়ারহাউজ বায়ার্ন মিউনিখ।

এপ্রিলের ৮ তারিখ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মাঠে নামবে ইন্টার মিলান এবং বায়ার্ন মিউনিখ। আর ১৫ তারিখ ইতালির সান সিরোতে হবে পরের লেগ।

ইতালির ইন্টার এবং জার্মানির বায়ার্নের এই সূচি ফিরিয়ে আনছে ২০১০ সালের ফাইনালের স্মৃতিকেও। সেবারে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। আর্জেন্টাইন ফরোয়ার্ড ডিয়েগো মিলিতোর দুর্দান্ত নৈপুণ্যে শিরোপা ঘরে তোলে নেরাজ্জুরিরা।

২০১১ সালে রাউন্ড অব সিক্সটিনে দেখা হয়েছিল দুই দলের। সেবারেও জয়ের হাসি ছিল ইন্টারের। ঘরের মাঠে বায়ার্নের কাছে ১-০ গোলে হারের পর প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলে জয় পায় ইন্টার মিলান। অ্যাগ্রিগেটে ফলাফল ৩-৩ হলে প্রতিপক্ষের মাঠে বেশি গোলের সুবাদে পরের রাউন্ডে যায় ইতালিয়ান দলটি। অনেকের মতেই, চ্যাম্পিয়ন্স লিগের সেরা টাই ছিল সেটিই।

এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের দেখা হয়েছে ৭ বার। যার মাঝে বায়ার্নের জয় ৪ ম্যাচে। ২ ম্যাচ জয় করেছে ইন্টার মিলান। ড্র হয়েছে ১ ম্যাচ। ধ্রুপদী এই লড়াইটাই দেখা যাবে এবারেও।

যদিও দুই দলের শক্তিমত্তায় কিছুটা হলেও চিড় ধরেছে সাম্প্রতিক সময়ে এসে। ২০২০ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বায়ার্ন। ইন্টারের শেষ ইউরোপিয়ান সাফল্য ২০১০ সালের সেই ম্যাচটাই। শক্তি-সামর্থ্যে অতীতের চেয়ে খানিক পিছিয়ে থাকলেও কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান এবং বায়ার্ন মিউনিখ আরও একবার উপহার দিতে পারে ধ্রুপদী কোনো লড়াই।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top