বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেলো পাকিস্তান


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৫ ১৬:৫৮

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ২০:৫৩

ছবি সংগৃহিত

আগামী মাসেই অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ঘরের মাঠে হাইব্রিড মডেলে এ টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ঘরের মাঠে টুর্নামেন্টের আগে বড় ধাক্কাই খেয়েছে পাকিস্তান। টুর্নামেন্ট শুরুর আগে চোটের কারণে লম্বা সময়ের জন্য দল থেকে ছিটকে গেছেন তারকা ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমে চোট পেয়েছেন সাইম আইয়্যুব। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের প্রথম দিনেই চোট পেয়েছেন সাইম। দৌড়ে বল ধরতে গিয়ে পিছলে পড়ে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন পাকিস্তানি এই ব্যাটার।

এদিকে জানা গেছে, গোড়ালিতে ফ্র্যাকচার হয়েছে সাইমের। ফলে তার সুস্থ হয়ে ওঠতে বেশ সময় লাগবে। কমপক্ষে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আর খেলা না হলেও এখনই দেশে ফিরছেন না সাইম। সিরিজ শেষে দলের সঙ্গেই ফিরবেন তিনি।

তিন ফরম্যাটের ক্রিকেটেই দারুণ ছন্দে ছিলেন সাইম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে রানবন্যা ছুটিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাইমের চোট তাই ম্যান ইন গ্রিনদের জন্য বড় ধাক্কাই। আসন্ন টুর্নামেন্টের আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এর প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটবে বলেই ধারণা করা হচ্ছে।

# মির্জা সাইমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top