রিয়ালের উৎসবের রাতে গ্রেপ্তার ৫৩ সমর্থক
প্রকাশিত:
২ জুন ২০২৪ ১৭:২৯
আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৯:৪৩

গত রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। হাই ভোল্টেজ এই ম্যাচ ঘিরে বেশ উন্মাদনা ছিল দুই দলের সমর্থকদের মধ্যেই। কেউ কেউ খেলা চলাকালে মাঠের ভেতরে ঢুকে যান। স্টেডিয়ামের নিরাপত্তা ভাঙারও চেষ্টা করেছেন অনেকেই। এসব কারণে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
দানি কার্ভাহাল এবং ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ২-০ ব্যবধানের জয়ে ১৫তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করল রিয়াল মাদ্রিদ। তিন বছরের ব্যবধানে এটি তাদের দ্বিতীয় শিরোপা। ২০২২ সালে প্যারিসে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। মাঝে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হারালেও, ২০২৪ সালে ঠিকই শিরোপা পুনরুদ্ধার করল তারা।
রোমাঞ্চকর এই ম্যাচে অনেক দর্শকই আবেগে নিরাপত্তা ভেঙেছেন। ম্যাচের প্রথম মিনিটেই তিনজন সমর্থক মাঠে ঢুকে যান। এজন্য কয়েক মিনিট বন্ধ রাখতে হয় খেলা। মাঠে ঢুকে পড়া দর্শকদের কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে ওয়েম্বলি স্টেডিয়ামের কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সমর্থন দেওয়ার কথাও জানিয়েছে তারা।
লন্ডনের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, টিকেট ছাড়া স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেছেন অনেক দর্শক। এ কারণেও বেশ কয়েকজন দর্শককেও গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: