বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


সব নবীকেই যে আদেশ দিয়েছেন আল্লাহ তায়ালা


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৩

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৪

ছবি : সংগৃহীত

দুনিয়াতে আল্লাহর বার্তাবাহক ছিলেন নবীরা। নবীদের আগমন শুরু হয়েছিল আদি মানব বা আদি পিতা হজরত আদম (আ.)-এর মাধ্যমে। এবং নবীদের আগমনের যাত্রা শেষ হয়েছিল আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে।

হজরত আদম (আ.) ও হজরত মুহাম্মদ (সা.)-এর মাঝখানে পৃথিবীতে অসংখ্য নবী আগমন করেছেন। তাদের যুগ ও সময়কাল আলাদা ছিল। ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীতে আগমনের কারণে তাদের ধর্মের নামও ছিল। তবে তাদের ধর্মের নাম ভিন্ন ভিন্ন হলেও তারা সবাই মানুষকে একই আহ্বান করেছেন এবং তাদের সবাইকে আল্লাহ তায়ালা একই নির্দেশ ও ওহী দিয়েছিলেন।

সব নবীর ওপর আল্লাহ তায়ালা যে একই আদেশ দিয়েছিলেন তাহলো— আল্লাহর একত্ববাদের ওপর বিশ্বাস এবং তাকে এক রব হিসেবে মেনে নেওয়া।

পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে—

وَ مَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِكَ مِنۡ رَّسُوۡلٍ اِلَّا نُوۡحِیۡۤ اِلَیۡهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعۡبُدُوۡنِ

আর তোমার পূর্বে এমন কোনো রাসুল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাজিল করিনি যে, ‘আমি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই (লা ইলাহা ইল্লাল্লাহ); সুতরাং তোমরা আমার ইবাদাত কর। (সুরা আম্বিয়া, আয়াত : ২৫)

অন্য এক আয়াতে নূহ, ইবরাহীম, মূসা ও ঈসা আলাইহিহুম সালামের নবুয়ওতের সঙ্গে অন্য নবীদের তাওহীদের বাণী যে একই, সে কথা উল্লেখ করে বর্ণিত হয়েছে,

شَرَعَ لَکُمۡ مِّنَ الدِّیۡنِ مَا وَصّٰی بِهٖ نُوۡحًا وَّ الَّذِیۡۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ وَ مَا وَصَّیۡنَا بِهٖۤ اِبۡرٰهِیۡمَ وَ مُوۡسٰی وَ عِیۡسٰۤی اَنۡ اَقِیۡمُوا الدِّیۡنَ وَ لَا تَتَفَرَّقُوۡا فِیۡهِ ؕ کَبُرَ عَلَی الۡمُشۡرِکِیۡنَ مَا تَدۡعُوۡهُمۡ اِلَیۡهِ ؕ اَللّٰهُ یَجۡتَبِیۡۤ اِلَیۡهِ مَنۡ یَّشَآءُ وَ یَهۡدِیۡۤ اِلَیۡهِ مَنۡ یُّنِیۡبُ

তিনি তোমাদের জন্য দ্বীনের সেই বিধি-ব্যবস্থাই দিয়েছেন যার হুকুম তিনি দিয়েছিলেন নূহকে। আর সেই (বিধি ব্যবস্থাই) তোমাকে ওহীর মাধ্যমে দিলাম যার হুকুম দিয়েছিলাম ইবরাহীম, মূসা ও ঈসাকে, তা এই যে—

তোমরা দ্বীন প্রতিষ্ঠিত কর, আর তাতে বিভক্তি সৃষ্টি করো না, ব্যাপারটি মুশরিকদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে যার দিকে তুমি তাদেরকে আহ্বান জানাচ্ছো। আল্লাহ যাকে ইচ্ছে করেন তার পথে বেছে নেন, আর তিনি তার পথে পরিচালিত করেন তাকে, যে তার অভিমুখী হয়। (সুরা শুরা, আয়াত : ১৩)


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top