সুরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ
প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১২:৫২
আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ১৫:৪৩

সুরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সুরা। ফাতিহা ছাড়াও সাবউল মাসানী, উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাবসহ একাধিক নাম রয়েছে এ সুরার। আল্লাহ তায়ালা এই সুরায় বান্দার করণীয় বিষয়ে জানিয়েছেন। এ সুরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে। এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
মোল্লা আলী কারী (রহ.) বলেন, ‘সূরা ফাতেহার অক্ষর, শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ চাই দ্বীনি হোক কিংবা পার্থিব, অনুভবযোগ্য হোক বা না হোক সব কিছু এ সূরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে।’ (মিরকাতুল মাফাতিহ)
এ বিষয়ে হজরত আবদুল মালেক ইবনে ওমায়ের (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, সূরা ফাতেহা সব রোগের মহৌষধ।’- (সুনানে দারেমি, হাদিস ৩৪১৩; মিশকাত, হাদিস : ২১৭০)।
সুরা ফাতিহা আরবি :
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ١اَلۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ۙ ٢الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ۙ٣مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ ؕ٤اِیَّاکَ نَعۡبُدُ وَاِیَّاکَ نَسۡتَعِیۡنُ ؕ٥اِہۡدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ ۙ٦ صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ۙ۬ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَلَا الضَّآلِّیۡنَ ٪٧
সুরা ফাতিহা উচ্চারণ :
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদু লিল্লাহি রব্বিল আ-লামি-ন। আর-রহমা-নিররাহি-ম। মা-লিকি ইয়াওমিদ্দি-ন। ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন। ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম। সিরাতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
সুরা ফাতিহা বাংলা অর্থ :
আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগতসমূহের প্রতিপালক। যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। যিনি কর্মফল-দিবসের মালিক। (হে আল্লাহ) আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আমাদের সরল পথে পরিচালিত কর। সেই সকল লোকের পথে, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। ওই সকল লোকের পথে নয়, যাদের প্রতি আজাব নাজিল হয়েছে এবং তাদের পথেও নয়, যারা পথহারা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: