২০ দিনে ১ লাখ ৯০ হাজার ওমরাহ ভিসার আবেদন
প্রকাশিত:
১ জুলাই ২০২৫ ১৩:৪৩
আপডেট:
১ জুলাই ২০২৫ ১৭:৪০

হজ শেষে ওমরা মৌসুম শুরুর পর এখন পর্যন্ত ওমরা ভিসার জন্য আবেদন করেছেন ১ লাখ ৯০ হাজারের বেশি মুসলিম। ১৪ জিলহজ (১০ জুন) থেকে ৩০ জুন, সোমবার পর্যন্ত ২০ দিনের মধ্যে এই সংখ্যক মুসলিম ওমরা ভিসার আবেদন করেছেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত সৌদি আরবের বাইরের দেশ থেকে ওমরা করার জন্য ১ লাখ ৯০ হাজারের বেশি ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে। ১৪ জিলহজ (১০ জুন) থেকে শুরু হয়ে ৩০ জুন, সোমবার পর্যন্ত সময়ের এই আবেদন করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ ভিসা ইস্যুর প্রক্রিয়া সহজতর করা হয়েছে। সৌদি ভিশন ২০৩০-এর আওতায় হাজিদের সেবা উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ এটি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১১ জুন, বুধবার থেকে নুসুক অ্যাপের মাধ্যমে হাজিদের জন্য ওমরাহ পারমিট ইস্যু শুরু হয়েছে। নুসুক অ্যাপ একটি একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে হাজি ও জিয়ারতকারীরা সরকারি বিভিন্ন সেবা পেতে পারেন। এটি ওমরার অনুমোদন ছাড়াও ওমরাহর অভিজ্ঞতা উন্নত করে এবং বহু ডিজিটাল সেবা প্রদান করে।
এ বছর সফলভাবে সম্পন্ন হওয়া হজ মৌসুমের পরপরই ওমরাহ ভিসার জন্য বাড়তি আগ্রহ দেখা গেছে।
এবারের হজ ব্যবস্থাপনা ছিল সহজ, উন্নত এবং প্রযুক্তিগত অবকাঠামো আরও আধুনিক ছিল। এসব হজ ও ওমরাহ পালনকারীদের জন্য সেবার মানে কার্যকর উন্নয়ন এনেছে। এর মাধ্যমে সৌদি আরব দুই পবিত্র মসজিদের অতিথিদের সেবা এবং তাদের আরাম, নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা পালন করছে।
সূত্র : সৌদি গেজেট
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: