বৃহঃস্পতিবার, ২২শে মে ২০২৫, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


নারীদের ইহরামের পোশাক যেমন হবে


প্রকাশিত:
২১ মে ২০২৫ ১৭:৫৭

আপডেট:
২২ মে ২০২৫ ০২:১৮

ছবি সংগৃহীত

ইহরাম শব্দের আভিধানিক অর্থ নিষিদ্ধ করা। হজ ও ওমরা করতে ইচ্ছুক ব্যক্তি যখন হজ বা ওমরা কিংবা উভয়টি পালনের উদ্দেশ্যে নিয়ত করে তালবিয়া পাঠ করে, তখন তার ওপর কতিপয় হালাল ও জায়েয বস্তুও হারাম হয়ে যায়।

অর্থাৎ, হজ-ওমরা পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে নিজের ওপর স্ত্রী সহবাস, মাথার চুল, হাতের নখ, গোঁফ, বগল ও নাভির নিচের ক্ষৌর কর্যাদি, সুগন্ধি ব্যবহার, সেলাই করা পোশাক পরিধান এবং শিকার করাসহ কিছু বিষয়কে হারাম করে নেয়। এ কারণেই এ প্রক্রিয়াটিকে ইহরাম বলা হয়।

নারীদের ইহরামের পোশাকের ক্ষেত্রে কোনো ধরনের পোশাক নির্দিষ্ট করা নেই। পুরুষের মতো তাদের সেলাইবিহীন পোশাক পরা জরুরি নয়। নারীরা ইহরামের জন্য তাদের স্বাভাবিক পোশাকই পরতে পারবেন।

তবে ইহরামের সময় অবশ্যই শরীয়ত নিষিদ্ধ কাপড় পরা যাবে না। পোশাক যেন এমন আঁটসাট না হয়, যাতে শরীর স্পষ্ট বোঝা যায়, তা খেয়াল রাখতে হবে। তবে সবচেয়ে ভালো হয় এমন পোশাক পরা যা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে না। কারণ, হজের সময় নারী-পুরুষ কাছাকাছি অবস্থান করেন। তাই সৌন্দর্য প্রকাশ পায় এমন পোশাক পরলে ফিতনার আশঙ্কা রয়েছে।

ইহরামের জন্য নারীরা কিছু কাপড় পরতে পারবেন না—

>> হাত-মোজা, পা-মোজা ও নেকাব পড়া যাবে না। রাসূল (সা.) বলেছেন, ইহরাম অবস্থায় নারীরা নেকাব ও হাত মোজা পরবে না। (সহিহ বুখারি)

তবে অপরিচিত পুরুষ পাশ দিয়ে হেঁটে গেলে উড়না দিয়ে মুখ ঢেকে দিতে হবে। আয়েশা (রা.) বলেন, পুরুষরা আমাদের পাশ দিয়ে যেত যখন আমরা রাসূল সা.-এর সাথে ইহরাম অবস্থায় ছিলাম, তখন আমাদের নিকটবর্তী হলে আমাদের প্রত্যেকের মাথার উড়না মুখের ওপর দিতাম। যখন তারা আমাদের পাশ দিয়ে চলে যেত তখন আবার মুখ থেকে কাপড় সরিয়ে নিতাম।

>> ইহরাম অবস্থায় নারীরা সুগন্ধিযুক্ত কাপড় ব্যবহার করতে পারবে না।

>> ইহরাম অবস্থায় নারীরা যেকোনো রঙের পোশাক পরতে পারবেন। লাল, কালো, সবুজ, হলুদ ইত্যাদি।

>> ইহরাম অবস্থায় নারীরা তাদের কাপড় বদলিয়ে পরিষ্কার অন্য কোনো কাপড় পরতে পারবে।

>> ইহরাম অবস্থায় যদি কোনো নারী ভুলে অথবা অজ্ঞাতাবশত নেকাব পরে তাহলে তার ওপর কোনো কাফফারা নেই।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top