রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


মুগ্ধর ভাই স্নিগ্ধ

নুরের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক ও আতঙ্ক সৃষ্টিকারী


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ১৯:২৬

আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ০৪:০৮

ছবি ‍সংগৃহিত

নুরের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক ও আতঙ্ক সৃষ্টিকারী

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে উদ্বেগজনক ও আতঙ্ক সৃষ্টিকারী বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ।

শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে আহত নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্নিগ্ধ বলেন, আজ ভিপি নুরের ওপর হামলা হয়েছে, আগামীকাল আমাদের বা আপনাদের ওপর হামলা হবে না—এর কোনো নিশ্চয়তা নেই।

স্নিগ্ধের দাবি, নুর শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, আর সেই কারণেই তিনি হামলার শিকার হয়েছেন। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে— হামলাকারীরা নুরকে সিঁড়িতে ফেলে নির্মমভাবে মারধর করেছে। তিনি বলেন, এটি ছিল ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ।

স্নিগ্ধ অভিযোগ করেন, এ ধরনের ঘটনায় প্রমাণ হয়েছে যে, আইন-শৃঙ্খলা বাহিনী এখনও ফ্যাসিস্ট শক্তির হয়ে কাজ করছে। সরকারের দায়িত্ব হলো বাহিনীকে নিয়ন্ত্রণে আনা, কিন্তু বর্তমান সরকারের আমলে তা দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর বেপরোয়া হামলার দায়ভার সরকারকেই নিতে হবে।

জাতীয় পার্টিকে ইঙ্গিত করে স্নিগ্ধ বলেন, ২০১৮ সালের নির্বাচনে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় পার্টিকে যদি এখন নিষিদ্ধ না করা হয়, তাহলে আসন্ন নির্বাচনকে আমরা ফ্যাসিবাদবিরোধী নির্বাচন হিসেবে মেনে নেব না।

ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকা সত্ত্বেও স্নিগ্ধ মনে করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সব রাজনৈতিক শক্তিকেই ঐক্যবদ্ধ হতে হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top