মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : আমিনুল হক


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৮:৫৬

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ১৯:৩০

ছবি ‍সংগৃহিত

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, কিছু ইসলামিক ও নতুন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষায় ষড়যন্ত্র করছে। তারা জানে, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না।

আজ (মঙ্গলবার) রাজধানীর মিরপুর-২ এ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, এসব দল বিদেশি প্ররোচনায় ‘পিআর পদ্ধতি’র কথা তুলছে, অথচ বাংলাদেশের সংবিধান ও বাস্তবতায় এর কোনো স্থান নেই। জনগণও এ বিষয়ে সচেতন নয়। তাই এভাবে জাতীয় নির্বাচন হতে পারে না।

তিনি বলেন, “ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা অপ্রাসঙ্গিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হবে। আমরা ধৈর্যশীল ও সহনশীলভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করব।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবার প্রতিটি ভোটের দিন হবে ঈদের মতো উৎসব। জনগণের সমস্যা শুনে সমাধানে এগিয়ে আসতে হবে, আর তাৎক্ষণিকভাবে সম্ভব না হলে প্রতিশ্রুতি দিতে হবে যে বিএনপি ক্ষমতায় এলে সমাধান করা হবে।”

তিনি সতর্ক করে বলেন, “আমরা ১৭ বছর রাজপথে লড়াই করেছি। এখন যদি স্বৈরাচারের মতো ভুল করি, জনগণ আমাদের ধিক্কার দেবে। তাই কোনো অবস্থাতেই সেই ভুল করা যাবে না।”

অনুষ্ঠানে যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম মিল্টন, বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজুসহ মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top