উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না: মির্জা ফখরুল
প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১৯:২৬
আপডেট:
২১ আগস্ট ২০২৫ ২২:০৭

দেশে কোনোভাবেই উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খুব সুচারুভাবে ৭১-কে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। তবে আমাদের ভুলে গেলে চলবে না একাত্তরের মাধ্যমেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এসব বলেন মির্জা ফখরুল। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়া মানে দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা। ঠিক তেমনি ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ তাড়িয়ে আমরা স্বপ্ন দেখছি একটি নতুন বাংলাদেশ গড়ার।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: