মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


জামায়াত আমিরের শারীরিক অবস্থার আরও উন্নতি


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ১০:২৬

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১৫:১৭

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে আজ তাকে সিআইসিইউ (কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমিরে জামায়াতের সার্বিক অবস্থা উন্নতির দিকে। আজকে সবকিছু ভালো থাকলে সিআইসিইউ থেকে কেবিনে শিফট করা হতে পারে, ইনশাআল্লাহ।

তবে তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমিরের পূর্ণ বিশ্রামের প্রয়োজন রয়েছে। তাই কেবিনেও সাক্ষাৎকার বা ব্যক্তিগত সাক্ষাৎ একেবারেই নিষিদ্ধ। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে তিনি বলেন, সকলকে হাসপাতালে না এসে দুয়ারে দুয়ারে দোয়ার দরখাস্ত রইলো।

এর আগে, গত ৩ আগস্ট সকালে ডা. শফিকুর রহমানের অবস্থা উন্নতি হওয়ায় তার ভেন্টিলেটর খুলে দেওয়া হয়। একই দিন দুপুরে তিনি নিজে খাবার গ্রহণ করেন। চিকিৎসকদের ভাষ্য, তার সব ক্লিনিকাল প্যারামিটার এখন স্বাভাবিক রয়েছে।

দলের শীর্ষ নেতার সুস্থতার এই অগ্রগতিতে জামায়াতসহ বিভিন্ন মহলে স্বস্তি ফিরে এসেছে। নেতাকর্মীরা দেশবাসীর কাছে তার দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top