বুলু ও দুদুকে সতর্ক করল বিএনপি
প্রকাশিত:
৫ জুন ২০২৫ ২১:৩৭
আপডেট:
২ আগস্ট ২০২৫ ২৩:০৬

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে লিখিতভাবে সতর্ক করেছে বিএনপি। সম্প্রতি তাদের নানা বক্তব্যে বিতর্কের সৃষ্টি হওয়ায় দলের পক্ষ থেকে সতর্ক করা হয় বলে বিএনপিসূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার বিএনপির দপ্তর থেকে দেওয়া এক চিঠিতে দলের এই দুই ভাইস চেয়ারম্যানকে সতর্ক করা হয়। সতর্কের চিঠি তাদের কাছে পৌঁছানো হয়েছে।
সূত্র আরও বলছে, এই দুই নেতার সম্প্রতি দেওয়া কিছু বক্তব্যে বিএনপি বিব্রত। দলীয় অবস্থান ও দৃষ্টিভঙ্গির বাইরে সভা-সেমিনারে কোনো ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয় চিঠিতে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: