আন্দোলন থেকে পালানো দলের ডাকে জনগণ অসহযোগ করবে না: কাদের
প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৩ ১২:৩২
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৬:৪৪

আন্দোলনের মাঠ থেকে পালিয়ে থাকা দলের ডাকে জনগণ অসহযোগ করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলন থেকে পালিয়ে গেছে তারাই এখন অসহযোগের ডাক দিয়েছে। জনগণ বিএনপির ডাকে অসহযোগ করবে না। জনগণ বিএনপির বিরুদ্ধে অসহযোগ শুরু করেছে।
তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, জনগণ রিমোট কন্ট্রোল মানে না। সাহস থাকলে দেশে আসুন।
সম্পর্কিত বিষয়:
আওয়ামী লীগে
আপনার মূল্যবান মতামত দিন: