শুক্রবার, ৮ই আগস্ট ২০২৫, ২৪শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে : অলি


প্রকাশিত:
৯ জুন ২০২৩ ০১:০৮

আপডেট:
৮ আগস্ট ২০২৫ ০৬:২৯

ফাইল ছবি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, সরকার জোর করে গত ১৫ বছর ধরে ক্ষমতায় আছে। এ সময়ে দেশ দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে। অদক্ষতা এবং দলীয়করণ সব স্তরকে গ্রাস করেছে। টাকা পাচারের অঙ্ক এক বছরের বাজেটকেও ছাড়িয়ে গেছে। তাই দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে রাজধানীর পূর্বপান্থপথ সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অলি বলেন, এবার যে বাজেট ঘোষণা করা হয়েছে তাতে ঋণ খেলাপি ও টাকা পাচারকারীদের ব্যাপারে কোনো দিকনির্দেশনা নেই। মূল্যস্ফীতি, সুদ ও ভর্তুকিসহ অনেকগুলি ঝুঁকি বিদ্যমান। বাজেটে ঘাটতি পূরণে বিদেশি ঋণের ওপর নির্ভরশীল। ঋণ খেলাপিদের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায়। ব্যাংকগুলোতে রয়েছে নগদ টাকার অভাব।

জীবন রক্ষাকারী প্রয়োজনীয় ওষুধ বাজারে পাওয়া যাচ্ছে না বলে দাবি করে তিনি বলেন, সাধারণ মানুষের আয়ের চেয়ে ব্যয় ৩-৪ গুণ বেড়েছে। বাঁচার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানবাধিকার বলে দেশে কিছু নেই।

গণতান্ত্রিক ওলামাদলের সভাপতি মুফতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এলডিপি প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, অধ্যক্ষ স্যাকলায়েন প্রমুখ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top