9699

05/02/2025 বিখ্যাত টিভি সিরিজে অভিষেক হচ্ছে মেসির

বিখ্যাত টিভি সিরিজে অভিষেক হচ্ছে মেসির

ডেস্ক রিপোর্ট

১০ জুন ২০২২ ০৩:০৪

অভিনয়ে এর আগে অনেক ফুটবলারকে দেখা গেছে। তবে বেশিরভাগ সময় পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে তাদের। বড় তারকাদের মধ্যে ডেভিড ব্যাকহ্যাম ও নেইমারকে হলিউড সিনেমার ছোট চরিত্রে দেখা যায়। এবার অভিনয়ে নামলেন লিওনেল মেসি।

মেসি নিজেও এর আগে পেপসি, লে’স পটাটো ও অ্যাডিডাসের বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এসব পণ্যের তিনি দূত হিসেবেও কাজ করেছেন।

আর্জেন্টিনা অধিনায়ক এবার টিভি সিরিজে অভিনয়ে নামলেন। স্বদেশী বিখ্যাত টিভি সিরিজ ‘লস প্রোটেক্টরস’ এর দ্বিতীয় সিজনে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাকে। ইতোমধ্যে তার চরিত্রে অভিনয়টুকু করে রেখেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

এই সিরিজের বেশিরভাগ চিত্রায়ন হয়েছে বুয়েন্স এইরেসে। তবে মেসির অংশটুকু রেকর্ড করা হয় প্যারিসে। তবে টেলিভিশনে তার অংশ ২০২৩ সালের আগে দেখা যাবে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]