9667

05/10/2025 স্বামীর অপেক্ষায় স্ত্রী, বাবার অপেক্ষায় শিশুসন্তান

স্বামীর অপেক্ষায় স্ত্রী, বাবার অপেক্ষায় শিশুসন্তান

ডেস্ক রিপোর্ট

৬ জুন ২০২২ ০০:২৫

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ট্রাকচালক মো. শাহাজাহান গতকাল শনিবার রাত নয়টার দিকে তাঁর স্ত্রী রেশমি আক্তারের সঙ্গে মুঠোফোনে কথা বলেছিলেন।

শাহাজাহান বলেছিলেন, কাজ শেষে তিনি শিগগির বাসায় ফিরবেন। কোনো বাজারসদাই লাগবে কি না, সে কথাও স্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন তিনি। 

স্ত্রী রেশমির সঙ্গে এ–ই ছিল শাহাজাহানের শেষ কথা। তারপরই ডিপোতে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণের পর আগুন। তখন থেকে শাহাজাহানের ফোন বন্ধ।

শাহাজাহানের ফোন বন্ধ পেয়ে স্বামীর খোঁজে দুই সন্তান নিয়ে বেরিয়ে পড়েন রেশমি। এক সন্তানের বয়স ২ বছর, আরেকজনের ৫ বছর।

শাহাজাহানের কোনো খোঁজ না পেয়ে রেশমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ছুটে বেড়ান।

শাহাজাহানের খোঁজে রেশমির সঙ্গে তাঁর শ্বশুর মোহাম্মদ কালুও আছেন। কোনো অ্যাম্বুলেন্স হাসপাতালে এলেই কালু ও রেশমি হুমড়ি খেয়ে পড়ছেন। কিন্তু কোনো গাড়িতেই দেখা মিলছে না শাহাজাহানের।

এখন স্বামীর অপেক্ষায় রয়েছেন রেশমি। ছেলের অপেক্ষায় আছেন বাবা কালু। বাবার অপেক্ষায় আছে শাহাজাহানের শিশুসন্তানেরা। এই পরিবারের সদস্যদের অপেক্ষা ফুরাচ্ছে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]