7973

05/02/2025 বিয়ের পিড়িঁতে বসতে চলছেন হলিউড অভিনেত্রী লোহান

বিয়ের পিড়িঁতে বসতে চলছেন হলিউড অভিনেত্রী লোহান

বিনোদন ডেস্ক

১ ডিসেম্বর ২০২১ ০০:৪৮

সম্প্রতি বিনোদন জগতে চলছে বিয়ের ধুম। বলিউড থেকে হলিউড সব জায়গায় চলছে বিভিন্ন তারকার বিয়ের চর্চা। এবার নতুন সুখবর হচ্ছে শীঘ্রই বিয়ের পিড়িঁতে বসতে চলছেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান।

সম্প্রতি আংটি বদল করেছেন লোহান। অনামিকায় আংটিসহ প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে বিষয়টি নিজেই তার ভক্তদের জানিয়েছেন।

লোহানের হবু বরের নাম বেডার শ্যামাস। তিনি পেশায় ব্যবসায়ী। তার সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন লোহান। সব ক’টি ছবিতেই লোহানের হাতে দেখা গেছে আংটি। দুই বছর হলো তারা সম্পর্কে জড়িয়েছেন।

বেডার শ্যামাস লোহানের পোস্ট শেয়ার করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে বাগদানের পর দেরি করতে চান না। দ্রুতই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও দিন তারিখ জানাননি লোহান।

লোহান বলেন, বাগদান সেরেছি। দ্রুতই আমরা বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চাই। দু’জন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]