7971

09/16/2025 বিজেপি ছাড়ার ১৮ দিনের মাথায় তৃণমূলে শ্রাবন্তী

বিজেপি ছাড়ার ১৮ দিনের মাথায় তৃণমূলে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

৩০ নভেম্বর ২০২১ ২২:৩৩

বিধানসভা নির্বাচনে চরমভাবে হেরে যায় টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার কিছুদিন পরই ঘোষণা দেন বিজিপি ছাড়ার। আর বিজেপি ছাড়ার ১৮ দিনের মাথায় পুনরায় যোগ দিয়েছেন তৃণমূলে।

১১ নভেম্বর তিনি বিজেপি ছাড়ার ঘোষণা দিয়ে ফেসবুকে লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’

শ্রাবন্তীর বিজেপি ত্যাগের সময়ই সবাই অনুমান করেছিল, পুনরায় মমতার দলে ভিড়বেন। তিন সপ্তাহ না পেরোতেই সেটা সত্যি হলো। সোমবার পশ্চিমবঙ্গের বাসন্তী বিধানসভা কেন্দ্রের চার বিধায়কের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সেখানেই যোগ দিয়েছেন শ্রাবন্তী। পরনে ছিল কালো সালোয়ার কামিজ। তাতে জ্বলজ্বল করছিল ক্ষমতাসীন তৃণমূলের ব্যাজ। মঞ্চে উঠে শ্রাবন্তী গানও গেয়েছেন। সেই সঙ্গে স্পষ্টভাবে জানান, ডাকলে আবারও আসবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]