7939

05/02/2025 যুক্তরাজ্যে ২ জনের দেহে ওমিক্রন শনাক্ত

যুক্তরাজ্যে ২ জনের দেহে ওমিক্রন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর ২০২১ ০৬:৪৪

যুক্তরাজ্যে দুজনের দেহে মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ এ তথ্য নিশ্চিত করে এক বিবৃতিতে বলেন, ‘আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি এবং ওই ব্যক্তিদের আইসোলেশনে রাখা হয়েছে, পাশাপাশি ওই ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের শনাক্তের কাজ চলছে।’

আক্রান্ত দুজনই সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছিলেন বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানায় দক্ষিণ আফ্রিকা। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, লিসোথো, এসওয়াতিনি, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ব্রিটিশ সরকার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]