7793

05/01/2025 হিরো আলমের সিনেমায় নায়িকা মুনমুন

হিরো আলমের সিনেমায় নায়িকা মুনমুন

বিনোদন প্রতিবেদক

২২ নভেম্বর ২০২১ ০৪:২৯

বহুদিন বিরতির পর এবার হিরো আলমের ‘বউ জামাইয়ের লড়াই’ নামে নতুন সিনেমার শুটিং দিয়ে কাজে ফিরলেন এক সময়ের জনপ্রিয় ঢালিউডের অভিনেত্রী মুনমুন।

বেশ কয়েক বছর ধরেই শোবিজে নানা ধরনের কাজ করে ভাইরাল হিরো আলম। এসব নিয়ে সমালোচনার মুখেই বেশি পড়তে হয়েছে তাকে। কাজের সূত্রেই নায়িকা মুনমুনের সঙ্গে অনেক দিন আগে পরিচয়। এবার তার সঙ্গে কাজেরও সুযোগ হলো।

এ নিয়ে বেশ উচ্ছ্বসিত হিরো আলম। তিনি বলেন, ‘শনিবার থেকে আমার নতুন ছবি ‘বউ জামাইয়ের লড়াই’- এর শুটিং শুরু করেছি। সাভারে অভিনেতা ডিপজল ভাইয়ের বাড়িতে শুটিং হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন বাবুল রেজা।

এই সিনেমায় মুনমুন আপাসহ অনেক সিনিয়র অভিনয়শিল্পী অভিনয় করছে। মুনমুন আপার সঙ্গে কাজ করে ভালো লাগছে।’

তিনি আরও বলেন ‘একটি লাইভ অনুষ্ঠানে মুনমুন আপার সঙ্গে পরিচয়। তখনই আমার মনে হয়েছিল কোনো একটি সিনেমায় মুনমুন আপাকে নেব। আমি লাইভেই কথা দিয়েছিলাম। সেই কথা রাখলাম। এই সিনেমায় নায়িকার বোনের চরিত্র করছেন মুনমুন আপা।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]