7729

05/02/2025 সুদানে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত ১০

সুদানে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০২১ ২০:১৪

সুদানে চলমান সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে গুলিবর্ষণ করে নিরাপত্তারক্ষী বাহিনী। তাদের গুলিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। খবর রয়টার্সের।

গেল মাস থেকে শুরু করে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে সুদানে। যথারীতি বুধবারও বিক্ষোভকারীরা জড়ো হন রাজধানী খাতুমের রাস্তায়। অন্যান্য শহরেও তারা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।

তাদর ছত্রভঙ্গ করতে নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা গুলি ও টিয়ার শেল ছুড়তে শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে ১০ জনের মৃত্যু হয়। আহত হয় শতাধিক। এই ঘটনার পর পরই দেশের মোবাইল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

রাস্তা থেকে সরে গিয়েও বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানের ভাষা ছিল এরকম- ‘জনগনই বেশি শক্তিশালী। এ লড়াই থেকে সরে যাওয়ার উপায় নেই। ন্যায্যতার অধিকার রাস্তা থেকেই আদায় হয়, কামানের গোলা দিয়ে সেটা করা যায় না।’

এরপর তারা টায়ার জ্বালিয়ে, বেরিকেট তৈরি করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

বিক্ষোভকারীদের রুখতে সুদানের বড় বড় শহরগুলোতে বিপুল পরিমাণ নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]