7510

05/01/2025 ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

৭ নভেম্বর ২০২১ ১৯:৫২

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির বাসভবন লক্ষ‌্য করে রোববার (৭ নভেম্বর) ভোরে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে অল্পের জন‌্য প্রাণে বেঁচে গেছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি। খবর-এনডিটিভির।

তবে তাৎক্ষণিক ভাবে এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে কাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাদিমি অক্ষত অবস্থায় রয়েছেন। হামলার হাত থেকে তিনি বেঁচে গেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]