7264

05/02/2025 মারা গেছেন অভিনেতা রাজা বাবু

মারা গেছেন অভিনেতা রাজা বাবু

বিনোদন ডেস্ক

২৬ অক্টোবর ২০২১ ০৩:৪৬

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের তেলেগু সিনেমার প্রবীণ অভিনেতা রাজা বাবু। রোববার (২৪ অক্টোবর) ৬৪ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি। খবর-টাইমস অব ইন্ডিয়া।

ভারতের অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় ১৯৫৭ সালের ১৩ জুন জন্মগ্রহণ করেন রাজা বাবু। ছোটবেলায়ই অভিনয়ের প্রতি আগ্রহী হয়ে উঠেন তিনি। থিয়েটারের মাধ‌্যমে অভিনয়ের হাতেখড়ি রাজা বাবুর।

শিশুশিল্পী হিসেবে ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে মঞ্চনাটকে অভিনয় করেন। ১৯৮১ সালে চলচ্চিত্রে পা রাখেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ওরুকি মোনাগাডু’।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]