7149

05/02/2025 জেনে নিন হলুদ ব্যবহারের উপকারীতা।

জেনে নিন হলুদ ব্যবহারের উপকারীতা।

লাইফস্টাইল ডেস্ক

২০ অক্টোবর ২০২১ ১৫:৩২

প্রাচীনকাল থেকে রূপচর্চায় হলুদ ব্যবহার হয়ে আসছে। হলুদ শরীর ও ত্বকের জন্য উপকারী। মুখের ত্বকে হলুদ ব্যবহার করলে আলাদা একটা গ্লোনেস আসে স্কিনে।

চলুন জেনে নেই হলুদ ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায়–

১. হলুদে আছে প্রাকৃতিক উপাদান কারকিউমিন, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি সিরোসিস ও অ্যাকজিমার কারণে হওয়া ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।

২. যে কোনো ধরনের ক্ষত সারাতে হলুদ ব্যবহার করা হয়। হলুদ দ্রুত ত্বকের জারণ ও মানসিক চাপের কারণে হওয়া মলিনভাব দূর করতে পারে।

৩. বয়সের ছাপ কমাতেও হলুদ ব্যবহার করতে পারেন। হলুদ খুব সহজে বলিরেখা ও ত্বকের ভাঁজ দূর করে।

৪. গবেষণায় দেখা গেছে, হলুদ সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সাহয্য করে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। ত্বকে হলুদের পেস্ট ব্যবহারে ঠাণ্ডা ও আরাম অনুভূত হয়। আর রোদের কারণে হওয়া র্যানশ ও পোড়াভাব দূর হয়ে যায়।

৫. হলুদ ত্বককে পরিশোধিত করে। ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও মসৃণ। এ ছাড়া হলুদ ব্রণের বিরুদ্ধে কাজ করে। যাদের ত্বক সংবেদনশীল তাদের ত্বকে হলুদ খুব ভালো কাজ করে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]