7112

05/02/2025 আবারও বিচ্ছেদের সুর নুসরাতের জীবনে!

আবারও বিচ্ছেদের সুর নুসরাতের জীবনে!

বিনোদন ডেস্ক

১৮ অক্টোবর ২০২১ ১৮:৫১

খবরের শিরোনাম যেন পিছুই ছাড়ছে না টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের। একের পর এক নতুন খবর যেন তার নিত্যদিনের সঙ্গী। তবে সব মিলিয়ে সঙ্গী ও সন্তান নিয়ে আনন্দেই কাটছে তার দিন।

কিন্তু হঠাৎ নুসরাতের স্ট্যাটাসে পাওয়া গেল বিচ্ছেদের ইঙ্গিত! তবে সেটা প্রেমের সম্পর্কে নয়, বন্ধুত্বে। ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরাত লিখেছেন, ‘জীবনের লক্ষ্য সম্পর্কে যখনই কেউ সিরিয়াস হয়, তখনই হয় বন্ধু বিচ্ছেদ। সে কারণেই বুগাটির দুটো সিট আর বাসের সিট ৩০টি।’

এদের মধ্যেই কি কেউ তার সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করেছেন? জবাব পাওয়া যায়নি। কারণ তিনি কারো নাম উল্লেখ করেননি।

কয়েক দিন আগে অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিনে তাকে স্বামী হিসেবে স্বীকৃতি নুসরাত। যেটা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এরপর থেকেই কোনো বন্ধুর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]